পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঘরোয়া ক্লিনারেই উঠবে দাগ, সাবধানে পরিষ্কার করুন সুইচবোর্ড - সুইচবোর্ড পরিষ্কার

Switch Board Cleaning: বাড়ি-ঘর পরিষ্কার করলেও আমরা সুইচবোর্ডের দিকে খুব কমই নজর দিই ৷ এদিকে সারাদিনে বহুবার স্পর্শের ফলে সুইচগুলিই নোংরা হয় বেশি ৷ তাই সেগুলিকেও পরিষ্কার করা উচিত ৷ নোংরা সুইচবোর্ড দেখতে বিশ্রী লাগে ৷

Etv Bharat
সুইচ বোর্ড পরিষ্কার করার পদ্ধতি

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 12:04 PM IST

হায়দরাবাদ : ঘর পরিষ্কারের দিকে মন দিলেও আমরা বেশিরভাগ সময়ই সুইচবোর্ড পরিষ্কার করতে ভুলে যাই ৷ পরিষ্কার ঘরে নোংরা সুইচবোর্ড দেখতে খুব খারাপ লাগে ৷ তবে এগুলি পরিষ্কার করা সহজ নয় ৷ সাবধানতা অবলম্বন না করলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে ৷ তাই সুইচবোর্ড পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি ৷ রাবারের চটি ও গ্লাভস পরা উচিত । এছাড়াও সুইচবোর্ডগুলি পরিষ্কার করার আগে দেখুন মূল বিদ্যুৎ সংযোগটি বন্ধ রয়েছে কি না ৷ মেন সুইচ বন্ধ করে তবেই পরিষ্কারের কাজে হাত দিন ৷

শেভিং ক্রিম : সুইচবোর্ড পরিষ্কার করার আগে এটি একটি সুতির কাপড় দিয়ে প্রথমে মুছে নিন ৷ এরপর সুইচবোর্ডে শেভিং ক্রিম লাগিয়ে এক মিনিট রেখে দিন । এবার একটি টুথব্রাশ নিয়ে সুইচবোর্ড ঘষুন । দুই মিনিট পর একটি সুতির কাপড় নিয়ে মুছে নিন । মনে রাখবেন, শেভিং ক্রিম সুইচবোর্ডের উপরের দিকে দেবেন এটির ভিতরে নয় । যদি দাগ শক্ত হয় তবে আপনি ফের একইভাবে পরিষ্কার করুন ৷ সবশেষে, সুইচবোর্ড পরিষ্কার করতে একটি হালকা ভেজা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিন ।

নেলপলিশ রিমুভার : সুইচবোর্ডের জেদি দাগ তোলার জন্য খুব ভালো ক্লিনার হিসেবে কাজ করে নেলপলিশ রিমুভার ৷ সুইচবোর্ড পরিষ্কার করতে নেলপলিশ রিমুভারে তুলো ডুবিয়ে তারপর তা দিয়ে সুইচের উপরিতলে ঘষে নিন । একবার ব্যবহারের হরই পার্থক্য দেখতে পাবেন । একবারে দাগ না উঠলে ফের একইভাবে পরিষ্কার করুন ।

নুন ও লেবুর মিশ্রণ : এই মিশ্রণের সাহায্যেও সুইচবোর্ড পরিষ্কার করা যেতে পারে ৷ একটি লেবুকে দুটি অর্ধেক করে টুকরো টুকরো করে নুনের মধ্যে ভরে রাখুন । এবার সুইচবোর্ডে সেই লেবু ঘষুন । দুই মিনিট রেখে ঘষে পরিষ্কার করে মুছে নিন । সবশেষে, লেবু ও নুনের অবশিষ্টাংশ তুলতে একটি ভেজা সুতির কাপড় দিয়ে মুছে নিন ।

বেকিং সোডা এবং লেবুর মিশ্রণ :এই মিশ্রণ দিয়েও সুইচবোর্ডের দাগ পরিষ্কার করতে পারেন ৷ একটি পাত্রে বেকিং সোডা এবং লেবু মিশিয়ে টুথব্রাশ দিয়ে সুইচবোর্ডে লাগান । কিছুক্ষণ রেখে একটি ভেজা সুতির কাপড় দিয়ে মুছে নিন ।

টয়লেট ক্লিনার : বাজারে বিভিন্ন ধরনের টয়লেট ক্লিনার পাওয়া যায় । তবে, হারপিক হলে আরও ভালো পরিষ্কার হবে ৷ টুথব্রাশে হারপিক লাগিয়ে সুইচবোর্ডে ঘষুন । এটি 5 মিনিটের জন্য রেখে দিন ৷ এরপর ভেজা সুতির কাপড় ব্যবহার করে পরিষ্কার করুন ।

আরও পড়ুন :

  1. মন ভালো করা রঙিন টেডি বিয়ারেরও যত্নের প্রয়োজন, জেনে নিন কীভাবে
  2. স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার করুন স্টিলের বোতল, রইল সহজ পদ্ধতি
  3. ঘরোয়া উপায়ে পরিষ্কার করুন রান্নাঘরের তেলচিটে, রইল সহজ পদ্ধতি

ABOUT THE AUTHOR

...view details