বেঙ্গালুরু, 4 ফেব্রুয়ারি:ফের স্কুলে বোমাতঙ্ক ৷ এবার ঘটনাস্থল বেঙ্গালুরুর। এবারও অবশ্য কিছুই মিলল না। ই-মেল মারফত এই ভুয়ো বোমা হামলার হুমকি দেওয়া হয় কেন্দ্রীয় বিদ্যালয়কে ৷ এই বিষয়ে যশবন্তপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, 28 জানুয়ারি সকাল 7টা 37 মিনিটে কেন্দ্রীয় বিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল আইডিতে একটি ই-মেল পাঠানো হয়েছিল । তাতে লেখা ছিল, "স্কুলের ভিতরে একটি বোমা রাখা হয়েছে । আগামিকাল সকাল 10টা 20 মিনিটে সেটি বিস্ফোরণ হবে ।"
এই হুমকি ই-মেল পাওয়ার সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় । পুলিশ এবং বোম স্কোয়াডের কর্মীরা এসে স্কুল চত্বর পরিদর্শন করেন এবং নিশ্চিত করেন যে এটি একটি ভুয়ো হুমকি ছিল। এর আগে 1 ডিসেম্বরে বেঙ্গালুরু শহরের 48টি স্কুল এবং গ্রামীণ বেঙ্গালুরুরর 20টি স্কুল-সহ মোট 68টি স্কুল বোমার হুমকি ই-মেল এসেছিল।
ই-মেল পাওয়ার পরই স্কুলগুলি থেকে দ্রুততার সঙ্গে পড়ুয়াদের বের করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় । খালি করে দেওয়া হয় সম্পূর্ণ স্কুল ৷ ওই স্কুলগুলিতে পৌঁছে যায় বম্ব স্কোয়াডও । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ৷ তবে পরে তদন্ত করে দেখা গিয়েছে ওই সবকটিই ছিল ভুয়ো হুমকি ।
সম্প্রতি আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুলেও একইভাবে ই-মেলে বোমা রাখার হুমকি দেওয়া হয় ৷ বোমা রাখার ই-মেল আসার সঙ্গে সঙ্গেই স্কুল খালি করে দেওয়া হয় ৷ তারপর স্কুলে তল্লাশি অভিযান চালায় বোম স্কোয়াড ৷ এই ঘটনায় পরে জানা যায় বোমা রাখার হুমকিটি ভুয়ো ছিল ৷ তবে একের পর শহরের নামকরা স্কুলে এই ঘটনা ভাবাচ্ছে প্রশাসনকে ৷
আরও পড়ুন:
- বেঙ্গালুরুতে 44টি স্কুলে বোমাতঙ্ক ! নিরাপদে সরানো হল পড়ুয়াদের
- দিল্লিতে স্কুলে বোমাতঙ্ক, বম্ব-ডগ স্কোয়াডের তল্লাশি অভিযান
- জয়পুরের পর ম্যাঙ্গালুরু, বিমানবন্দরে ফের হুমকি মেল ঘিরে বোমাতঙ্ক !