হায়দরাবাদ, 31 জানুয়ারি: রাষ্ট্রপতি ভবনে বসছে বিয়ের আসর ৷ মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা পুনম গুপ্তার বিয়ের অনুষ্ঠান হবে রাষ্ট্রপতি ভবনে । এই প্রথমবার কোনও অফিসারের বিয়ের আসর বসবে এহেন মর্যাদাপূর্ণ স্থানে । পুনম গুপ্তা বর্তমানে সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসেবে কর্মরত । তিনি রাষ্ট্রপতি ভবনে পিএসও পদে নিযুক্ত আছেন ।
রাষ্ট্রপতি ভবনের মাদার তেরেসা ক্রাউন কমপ্লেক্সে হবে বিয়ের অনুষ্ঠান
পুনম গুপ্তার পরিবারের এক আত্মীয় বলেন, ‘‘পুনম শিবপুরীর শ্রীরাম কলোনির বাসিন্দা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুনম গুপ্তার কাজে মুগ্ধ । পুনমের বিয়ের কথা জানতে পেরে তিনি রাষ্ট্রপতি ভবনের মাদার তেরেসা ক্রাউন কমপ্লেক্সে বিয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেন । এই বিয়েতে নির্বাচিত অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আত্মীয়স্বজন ও বন্ধুদের রাষ্ট্রপতি ভবনে প্রবেশের জন্য প্রয়োজনীয় ফর্মালিটির কাজ চলছে ।’’