রাঁচি, 30 জানুয়ারি: প্রায় 30 ঘণ্টা নিখোঁজ ছিলেন তিনি ৷ বিজেপির পক্ষ থেকে তাঁর খোঁজ পেতে পড়েছিল পোস্টারও ৷ তবে মঙ্গলবার হঠাৎই রাঁচির সরকারি বাসভবনের সামনে দেখা মিলল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ৷ এমনকী জেএমএম পার্টি তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়কদের সঙ্গে বৈঠকও সারেন হেমন্ত সোরেন ৷ আর্থিক তছরূপ কাণ্ডে বুধবার তাঁকে জেরা করতে পারেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি আধিকারিকরা ৷
সোমবার ইডি আধিকারিকরা হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় ৷ সেখান থেকে একাধিক দামি গাড়ি ও নথি উদ্ধার করেন ৷ এরপরই তাঁকে তলব করা হয় ৷ ইডি তলবে হাজিরা না-দিয়ে 'উধাও' হয়ে যান তিনি ৷ তবে সোরেনের ঘনিষ্ঠ সূত্রে খবর, 48 বছর বয়সী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা দিল্লি থেকে সড়কপথেই (প্রায় 1250 কিলোমিটার) ঝাড়খণ্ডে পৌঁছছেন ৷ দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন ৷ তবে কি তিনি আগে থেকেই আশঙ্কা করেছেন গ্রেফতারির ৷
রাঁচির বাসভবনে সাংবাদিকরা তাঁকে নিখোঁজের কারণ জিজ্ঞাসা করলে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, "আমি তোমাদেরই হৃদয়ে বাস করি।" তিনি আরও বলেন, "জাতির জনক মহাত্মা গান্ধির পদাঙ্ক ও আদর্শ অনুসরণ করতে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। আমরা গর্বিত যে আমাদের দেশে এমন মানুষ জন্মগ্রহণ করেছেন এবং আমাদের পথ দেখিয়েছেন।"
সূত্রের খবর অনুযায়ী, ঝাড়খণ্ডের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সিএম হাউসে জোটের বিধায়কদের সঙ্গেও বৈঠক সেরেছেন সোরেন। এক্স হ্যান্জেলে হেমন্ত সোরেনের অফিস থেকে বৈঠকের একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ এই বৈঠকে বিধায়ক এবং মন্ত্রীদের অংশ নেওয়ার আগে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে । বৈঠকে সোরেনের স্ত্রী কল্পনা সোরেনও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
- বুধেই বয়ান রেকর্ড হেমন্তের, মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় 144 ধারা জারি
- জমি দুর্নীতি ও হাওয়ালা মামলায় হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে ইডি
- সরকারকে না জানিয়েই আমলাদের বিরুদ্ধে সমন জারি করা যায়, জানাল ইডি