পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জ্ঞানবাপীর সিল করা এলাকায় এএসআই-এর জরিপের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন - ASI

Gyanvapi Mosque Row: জ্ঞানবাপী মসজিদ নিয়ে নতুন করে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টের ৷ হিন্দুপক্ষের তরফে আবেদন করা হয়েছে ৷ জ্ঞানবাপী মসজিদের সিল করা এলাকায় এএসআই-কে দিয়ে জরিপের আবেদন করা হয়েছে ৷ প্রতিবেদনটি লিখেছেন ইটিভি ভারত-এর সুমিত সাক্সেনা ৷

Supreme Court
Supreme Court

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 4:51 PM IST

নয়াদিল্লি, 29 জানুয়ারি: জ্ঞানবাপী মসজিদের সিল করা এলাকার মধ্যে শিবলিঙ্গের প্রকৃতি নির্ধারণের নির্দেশ দেওয়ার আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে ৷ হিন্দুপক্ষের তরফে সোমবার এই আবেদন জমা দেওয়া হয় ৷ তাদের তরফে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) ডিরেক্টরকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতের কাছে ৷

আইনজীবী বিষ্ণু শংকর জৈনের মাধ্যমে এই আবেদন করেছে হিন্দুপক্ষ ৷ তাদের আরও আবেদন, এএসআই-কে নির্দেশ দেওয়া হোক, যাতে তারা খনন ও অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে পুরো সিল করা এলাকা জরিপ করে ৷ আর সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেই রিপোর্ট জমা দেয় ৷

শীর্ষ আদালতে জমা দেওয়া আবেদনে জানানো হয়েছে যে শিবলিঙ্গের এলাকায় চারপাশে কৃত্রিম দেওয়াল তৈরি করা হয়েছে ৷ যা আধুনিক নির্মাণ ৷ মূল ভবনের সঙ্গে সংযোগহীন ৷ আবেদনে অভিযোগ করা হয়েছে, শিবলিঙ্গের চারপাশে নতুন দেওয়াল তৈরি করা উদ্দেশ্যপ্রণোদিত ৷ এই কাজ করা হয়েছে শিবলিঙ্গ আড়াল করার জন্য ৷

আবেদনে হিন্দুপক্ষ আরও বলেছে যে এএসআই শিবলিঙ্গ-সহ পুরো সিল করা এলাকার একটি বৈজ্ঞানিক জরিপ করুক বিষয়টির সত্যতা প্রতিষ্ঠা করার জন্য ৷ 2022 সালের 16 মে শিবলিঙ্গের অস্তিত্ব পাওয়া যায় ৷ তার পর থেকে সেখানে শিবভক্তদের পুজো করার অধিকার পাওয়া উচিত ৷ যদিও শীর্ষ আদালত 2022 সালের মে মাসে যেখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল, সেই এলাকা সিল করার নির্দেশ দিয়েছিল ৷

আবেদনকারীরা জানিয়েছেন যে এএসআই সিল করা এলাকা বাদ দিয়ে মসজিদের পুরো চত্বরের জরিপ করেছে ৷ তাই এবার সিল করা জায়গাটিতেও জরিপ করা প্রয়োজন ৷ না হলে জরিপের উদ্দেশ্য সফল হবে না ৷ কারণ, এই নিয়ে কোনও রিপোর্ট থাকবে না ।

উল্লেখ্য, বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে এএসআই সমীক্ষা রিপোর্ট 25 জানুয়ারি প্রকাশ করা হয় ৷ তার পর থেকে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ কারণ, ওই রিপোর্টে মসজিদ কমপ্লেক্সের মধ্যে হিন্দু দেব-দেবীদের মূর্তি ও অন্যান্য মূর্তি থাকার প্রমাণ মিলেছে ৷ এএসআই-এর তরফে তাদের রিপোর্টের উপসংহারে বলা হয়েছে যে বিদ্যমান কাঠামো, যা একটি মসজিদ, তা নির্মাণের আগে একটি হিন্দু মন্দির ছিল ৷

আরও পড়ুন:

  1. জ্ঞানবাপী মসজিদের জায়গায় বড় হিন্দু মন্দির ছিল, এএসআই-এর রিপোর্টে দাবি
  2. জ্ঞানবাপী-শাহী ইদগাহ হিন্দুদের হাতে তুলে দেওয়া উচিত, সাফ জানালেন রাম জন্মভূমির প্রত্নতত্ত্ববিদ
  3. এএসআই রিপোর্ট অকাট্য নয়, জ্ঞানবাপী মসজিদে হিন্দু মন্দির তত্ত্ব মানতে নারাজ মুসলিমদের একাংশ

ABOUT THE AUTHOR

...view details