পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী মোদির 200 ফুটের মূর্তি তৈরি করবেন ব্যবসায়ী, শুরু হল ভূমিপুজো - Guwahati

Statue of Prime Minister Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি তৈরি করবেন এক ব্যবসায়ী ৷ বিশালাকার ওই মূর্তিটি অসমের গুয়াহাটিতে স্থাপন করা হবে ৷ মূর্তিটি তৈরিতে খরচ হবে 200 কোটি টাকা ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি তৈরি করবেন ব্যবসায়ী

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 1:17 PM IST

গুয়াহাটি, 31 জানুয়ারি:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশালাকার মূর্তি তৈরি করবেন এক ব্যবসায়ী ৷ এ বছরেই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে ৷ নবীনচন্দ্র বোরা নামের ওই ব্যবসায়ী অসমের বাসিন্দা ৷ তাঁর এই ইচ্ছের কথা জেনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে ৷ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠিতে তাঁকে এই কাজে উৎসাহ দেওয়া হয়েছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই মূর্তিটি হবে অসমের রাজধানী গুয়াহাটির জাকুলবাড়িতে বাসস্ট্যান্ডের কাছে ৷ মূর্তিটি যেখানে তৈরি হবে, সোমবার থেকে সেখানে তিনদিনব্যাপী ভূমিপুজো শুরু হয়েছে ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে নবীনচন্দ্র বোরা বলেন, "প্রধানমন্ত্রীর মূর্তি তৈরি ও স্থাপন মিলিয়ে 200 কোটি টাকা খরচ হতে পারে বলে মনে করছি ৷ এই পুরো টাকাটাই আমার নিজের রোজগারের অর্থ ৷ মূর্তিটি 60 ফুট বেসের উপর স্থাপন করা হবে ৷ প্রধানমন্ত্রী মোদির মূর্তির উচ্চতাই শুধুমাত্র 190 ফুট ৷ তাই সব মিলিয়ে উচ্চতা হবে 250 ফুট ৷"

তিনি আরও জানিয়েছেন, মূর্তিটি কেমন হবে, তা চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তিতে অসমের সংস্কৃতির ছোঁয়া থাকবে ৷ মূর্তির গলায় একটি গামছা থাকবে, যা অসমের সংস্কৃতির অন্যতম পরিচয় ৷ ব্যবসায়ী বোরা আরও বলেন, "প্রধানমন্ত্রীর মূর্তি নির্মাণ নিয়ে বিস্তারিত পরিকল্পনা প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছি ৷" তবে এই মূর্তি নির্মাণে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তার উৎস কী ? এ বিষয়ে অবশ্য কিছু বলতে চাননি নবীন ৷

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মূর্তি নির্মাণের নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই ৷ এই প্রসঙ্গে বোরা বলেন, "প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে আমার এই প্রজেক্ট ৷ তিনি বিশ্বের অন্যতম সবচেয়ে ভালো প্রধানমন্ত্রী ৷ আমার সৌভাগ্য যে আমি তাঁর মতো একজন ব্যক্তিত্বের মূর্তি তৈরি করছি ৷" এখানেই থামেনি বোরার স্বপ্ন, তাঁর ইচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই তাঁর মূর্তিটি উন্মোচন করুন ৷

আরও পড়ুন:

  1. রাজ্যের একমাত্র শিস মহলে এলেন নেতাজি-লতা মঙ্গেশকর, মূর্তি দেখে মুগ্ধ সকলে
  2. পেন্সিলের মাথায় 1.3 সেমির ভগবান রামের মূর্তি ! চর্চায় জয়পুরের শিল্পীর কাজ
  3. নিজের মূর্তি উদ্বোধনে দেব, আসানসোলে ভক্তরা মাতলেন সেলফিতে

ABOUT THE AUTHOR

...view details