রাঁচি, 24 নভেম্বর:চতুর্থবার শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার মানে 28 নভেম্বর ঝাড়খণ্ডের 14তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন জেএমএম নেতা । বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর শনিবার রাতেই স্পষ্ট হয়ে যায় সরকার গড়ছে ইন্ডিয়া শিবির। 81 আসনের বিধানসভায় ইন্ডিয়া শিবির পেয়েছে 56টি আসন। 28টি আসন নিয়ে অনেকটা পিছনে আছে এনডিএ।
এরপর রবিরার জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে রাজ্যপাল সন্তোষকুমার গঙ্গোয়াড়ের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানান হেমন্ত । পাশাপাশি আনুষ্ঠানিকভাবে পদত্যাগও করেন শিবু-তনয়। রাজ্যপাল তাঁকেই আপাতত মুখ্যমন্ত্রীর কাজ চালিয়ে যেতে বলেছেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, "আমি রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছি । পাশাপাশি জোটে শরিকদের সমর্থন পত্রও জমা দিয়েছি। 28 তারিখ বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।" এদিন নিজেই গাড়ি চালিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান হেমন্ত ।
2000 সালের 15 নভেম্বর বিহার ভেঙে নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ঝাড়খণ্ড। এরপর থেকে 24 বছরে 13 জন মুখ্যমন্ত্রী পেয়েছে রাজ্য। হেমন্ত হচ্ছেন 14তম। এর আগে অবশ্য তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন । সকালের বৈঠকে কংগ্রেসের দুই নেতা গুলাম আহমেদ মীর এবং রীতেশ ঠাকুর হাজির ছিলেন। রাজনৈতিক মহলের আশা বৈঠকে কংগ্রেসের সরকারের অংশ হওয়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন তাঁরা ।