পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, বৃহস্পতিতে হেমন্তের শপথ

রবিরার রাজ্যপাল সন্তোষকুমার গঙ্গোয়াড়ের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালেন হেমন্ত । সেই মতো বৃহস্পতিবার হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।

hemant-soren
হেমন্ত সোরেন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2024, 7:23 PM IST

রাঁচি, 24 নভেম্বর:চতুর্থবার শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার মানে 28 নভেম্বর ঝাড়খণ্ডের 14তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন জেএমএম নেতা । বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর শনিবার রাতেই স্পষ্ট হয়ে যায় সরকার গড়ছে ইন্ডিয়া শিবির। 81 আসনের বিধানসভায় ইন্ডিয়া শিবির পেয়েছে 56টি আসন। 28টি আসন নিয়ে অনেকটা পিছনে আছে এনডিএ।

এরপর রবিরার জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে রাজ্যপাল সন্তোষকুমার গঙ্গোয়াড়ের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানান হেমন্ত । পাশাপাশি আনুষ্ঠানিকভাবে পদত্যাগও করেন শিবু-তনয়। রাজ্যপাল তাঁকেই আপাতত মুখ্যমন্ত্রীর কাজ চালিয়ে যেতে বলেছেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, "আমি রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছি । পাশাপাশি জোটে শরিকদের সমর্থন পত্রও জমা দিয়েছি। 28 তারিখ বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।" এদিন নিজেই গাড়ি চালিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান হেমন্ত ।

2000 সালের 15 নভেম্বর বিহার ভেঙে নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ঝাড়খণ্ড। এরপর থেকে 24 বছরে 13 জন মুখ্যমন্ত্রী পেয়েছে রাজ্য। হেমন্ত হচ্ছেন 14তম। এর আগে অবশ্য তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন । সকালের বৈঠকে কংগ্রেসের দুই নেতা গুলাম আহমেদ মীর এবং রীতেশ ঠাকুর হাজির ছিলেন। রাজনৈতিক মহলের আশা বৈঠকে কংগ্রেসের সরকারের অংশ হওয়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন তাঁরা ।

শুরুর ইতিহাস

হেমন্ত সোরনের সংসদীয় রাজনৈতিক জীবন শুরু হয় 2009 সালে। রাজ্যসভার সাংসদ হন সেবার। অবশ্য বছর ঘুরতে না ঘুরতেই পদত্যাগ করেন । বিজেপি নেতা অর্জুন মুন্ডার সরকারে উপমুখ্যমন্ত্রী হন 2010 সালে। 2012 সালে সরকার সেই পড়ে যায়। রাজ্যে জারি হয় রাষ্ট্রপতি শাসন । একবছর বাদে মাত্র 38 বছর বয়সে রাজ্যের কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হেমন্ত । কংগ্রেস এবং রাষ্ট্রীয় লোকদলের সমর্থন নিয়ে চলা এই সরকারটিও অবশ্য বেশিদিন চলেনি । 2014 সালে ঝাড়খণ্ড বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে পথ চলা শুরু হয় তাঁর ।

2016 সালে আদিবাসীদের অধিকার রক্ষার দাবিতে তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন হেমন্ত । প্রবল জনসমর্থন পেয়েছিলেন সে সময় । এরপর 2019 সালে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। 2024 সালের জানুয়ারি মাসে ইডির হাতে গ্রেফতার হওয়ার আগে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন । মাস পাঁচেক বাদে জামিন পেয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন । আর এবার চতুর্থবার মুখ্যমন্ত্রিত্ব পেতে করতে চলেছেন হেমন্ত সোরেন ।

ABOUT THE AUTHOR

...view details