নয়াদিল্লি, 23 জুলাই: নতুন চাকরিতে যোগ দেওয়া তরুণ-তরুণীদের জন্য এক মাসের বেতন পিএফ-এ দেবে সরকার ৷ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, তিনটি কর্মসংস্থান-সংযুক্ত প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র ৷ যারা প্রথম কাজে যোগ দিচ্ছেন তাঁদের পিএফ-এর ক্ষেত্রেও নয়া বিষয় যোগ হতে চলেছে ৷
মঙ্গলবার 2024-25 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আর বাজেটের প্রথমেই যে নয় সূত্রের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী সেখানে কর্মসংস্থানের উপরেও বিশেষ জোর দিয়েছেন তিনি ৷ বাজেটে অর্থমন্ত্রী জানান, সরকার এক মাসের বেতন পিএফ-এর মাধ্যমে দিয়ে চাকরির বাজারে প্রবেশকারী 30 লক্ষ নতুন যুবককে উৎসাহিত করবে ৷ বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেন, কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে দেশে কর্মজীবী মহিলাদের জন্য হস্টেলও স্থাপন করা হবে। এর সঙ্গেই তিনি যোগ করেছেন, সরকার জলবায়ু-সহনশীল বিকাশের জন্য বেসরকারি খাত, ডোমেইন বিশেষজ্ঞ এবং অন্যান্যদের ক্ষেত্রেও তহবিল সরবরাহ করবে।