পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশ্বকাপের রং গুগল ডুডলে, ব্যাটার-বোলার-উইকেটে ঘেরা সার্চ ইঞ্জিন - T20 World Cup in Google Doodle - T20 WORLD CUP IN GOOGLE DOODLE

Google Doodle celebrates T20 World Cup: ফের গুগল উদযাপন করছে বিশেষ দিন ৷ রবি থেকে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপের রং লাগল গুগলে ৷ যার জন্য বদলে গেল ডুডল ৷ একদিকে ব্যাটার, বিপরীতে বোলার ও মাঝখানে রয়েছে উইকেট ৷ সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের সময় আইপিএল মহারণের দিনও গুগল বদলেছিল তার ডুডল ৷

T20 World Cup in Google Doodle
ফের বদলাল ডুডল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 11:25 AM IST

হায়দরাবাদ, 2 জুন: বিশ্বকাপ উপলক্ষে ডুডল প্রকাশ করেছে গুগল । রবিবার থেকে ভারতজুড়ে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ জ্বর ৷ সেই উত্তেজনার পারদকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে এই গুগল ডুডল । নানা মুহূর্তকে স্মরণীয় করে রাখতে, বিশেষ দিন উপলক্ষে মাঝে মধ্যেই এই ধরনের অ্যানিমেটেড থিম প্রকাশ করে সার্চ ইঞ্জিন । এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল বানানো হয়েছে গুগলের তরফে। আজ গুগলে গেলেই দেখা যাচ্ছে ব্যাটার, বিপরীতে বোলার ও মাঝখানে রয়েছে উইকেট ৷ সি-গ্রিন কালারের মধ্যে সোনালি রংয়ের ছটায় লেখা 'গুগল' ৷ ডুডলের ছবিতে ক্লিক করলে খুলে যাচ্ছে 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের ওয়েবসাইট ৷

গত 26 মে আইপিএল মহারণের দিনও বদলে গিয়েছিল ডুডল ৷ হায়দরাবাদ ও কলকাতার জার্সির রঙে, ব্যাট, বল ও উইকেট নিয়ে বদলেছিল ডুডল ৷ তারও আগে লোক সঙ্গীতের সঙ্গে জড়িয়ে থাকা জার্মান যন্ত্র অ্যাকোর্ডিয়ানকে নিয়ে গুগল-ডুডলে ছবি পরিবর্তন করা হয়েছিল ৷ পাশাপাশি দেশজুড়ে সদ্য সমাপ্ত হওয়া গণতন্ত্রের উৎসবে সামিল হয় গুগলও ৷ দেশের 18তম লোকসভা নির্বাচনের শুরুর দিন অর্থাৎ প্রথম থেকে সপ্তম দফা পর্যন্ত নতুন-ডুডল প্রকাশ করা হয়েছে ৷ আঙুলে কালি দেওয়া ভোটের চিহ্নেই সেজে ওঠে গুগল ডুডল।

  • ডুডল বদলে দেশের নির্বাচনী উৎসবে শরিক গুগল

1998 সালে 27 সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করেছিল সার্চ ইঞ্জিন গুগল। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানের ধরনকে বদলে দিয়েছে গুগল। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে 500 কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়। 4 সেপ্টেম্বর গুগলের প্রতিষ্ঠা দিবস হলেও গত এক যুগেরও বেশি সময় ধরে 27 সেপ্টেম্বর দিনটিই জন্মদিন হিসেবে পালন করে তারা। বর্তমানে সুন্দর পিচাই গুগলের সিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।

ABOUT THE AUTHOR

...view details