হায়দরাবাদ, 2 জুন: বিশ্বকাপ উপলক্ষে ডুডল প্রকাশ করেছে গুগল । রবিবার থেকে ভারতজুড়ে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ জ্বর ৷ সেই উত্তেজনার পারদকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে এই গুগল ডুডল । নানা মুহূর্তকে স্মরণীয় করে রাখতে, বিশেষ দিন উপলক্ষে মাঝে মধ্যেই এই ধরনের অ্যানিমেটেড থিম প্রকাশ করে সার্চ ইঞ্জিন । এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল বানানো হয়েছে গুগলের তরফে। আজ গুগলে গেলেই দেখা যাচ্ছে ব্যাটার, বিপরীতে বোলার ও মাঝখানে রয়েছে উইকেট ৷ সি-গ্রিন কালারের মধ্যে সোনালি রংয়ের ছটায় লেখা 'গুগল' ৷ ডুডলের ছবিতে ক্লিক করলে খুলে যাচ্ছে 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের ওয়েবসাইট ৷
বিশ্বকাপের রং গুগল ডুডলে, ব্যাটার-বোলার-উইকেটে ঘেরা সার্চ ইঞ্জিন - T20 World Cup in Google Doodle - T20 WORLD CUP IN GOOGLE DOODLE
Google Doodle celebrates T20 World Cup: ফের গুগল উদযাপন করছে বিশেষ দিন ৷ রবি থেকে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপের রং লাগল গুগলে ৷ যার জন্য বদলে গেল ডুডল ৷ একদিকে ব্যাটার, বিপরীতে বোলার ও মাঝখানে রয়েছে উইকেট ৷ সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের সময় আইপিএল মহারণের দিনও গুগল বদলেছিল তার ডুডল ৷
Published : Jun 2, 2024, 11:25 AM IST
গত 26 মে আইপিএল মহারণের দিনও বদলে গিয়েছিল ডুডল ৷ হায়দরাবাদ ও কলকাতার জার্সির রঙে, ব্যাট, বল ও উইকেট নিয়ে বদলেছিল ডুডল ৷ তারও আগে লোক সঙ্গীতের সঙ্গে জড়িয়ে থাকা জার্মান যন্ত্র অ্যাকোর্ডিয়ানকে নিয়ে গুগল-ডুডলে ছবি পরিবর্তন করা হয়েছিল ৷ পাশাপাশি দেশজুড়ে সদ্য সমাপ্ত হওয়া গণতন্ত্রের উৎসবে সামিল হয় গুগলও ৷ দেশের 18তম লোকসভা নির্বাচনের শুরুর দিন অর্থাৎ প্রথম থেকে সপ্তম দফা পর্যন্ত নতুন-ডুডল প্রকাশ করা হয়েছে ৷ আঙুলে কালি দেওয়া ভোটের চিহ্নেই সেজে ওঠে গুগল ডুডল।
- ডুডল বদলে দেশের নির্বাচনী উৎসবে শরিক গুগল
1998 সালে 27 সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করেছিল সার্চ ইঞ্জিন গুগল। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানের ধরনকে বদলে দিয়েছে গুগল। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে 500 কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়। 4 সেপ্টেম্বর গুগলের প্রতিষ্ঠা দিবস হলেও গত এক যুগেরও বেশি সময় ধরে 27 সেপ্টেম্বর দিনটিই জন্মদিন হিসেবে পালন করে তারা। বর্তমানে সুন্দর পিচাই গুগলের সিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।