নয়াদিল্লি, 13 জুন: টানা দ্বিতীয়বার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর শপথ নিয়েছেন ধর্মেন্দ্র প্রধান ৷ তারপরই দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য বিশেষ ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে সকল পরীক্ষাকেন্দ্রে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেখানে পরীক্ষার্থীদের জন্য বিশ্রামাগার ও ছাত্রীদের জন্য বিনামূল্যে স্যানিটরি ন্যাপকিনের ব্যবস্থা রাখতে হবে ৷
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই), কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) এবং নবোদয় বিদ্যালয় সমিতির (এনভিএস) নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্রীদের ঋতুকালীন সমস্যা পড়াশোনার ক্ষেত্রে যেন বাধা না-হয়ে দাঁড়ায় ৷ নির্দেশিকায় বিশেষভাবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কথা উল্লেখ করা হয়েছে ৷ সেইমতোই রাজ্যের সমস্ত স্কুল (যেখানে বোর্ডের পরীক্ষার সিট পড়ে) ও কেন্দ্রশাসিত স্কুলগুলিতে নির্দেশিকা পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ৷