পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিমানে বোমাতঙ্ক ! তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবস্থা জারি - Emergency at Airport - EMERGENCY AT AIRPORT

Bomb threat on Air India Flight: এই বিমানে বোমা আছে, এই কথা লেখা টিস্যুপেপার খুঁজে পেয়েছিলেন বিমানচালক ৷ তিনি বিমানটিকে অবতরণ করান ৷ সঙ্গে সঙ্গে কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয় ৷ বিমানে তল্লাশি চলছে ৷

Bomb threat on Air India Flight
বিমানে বোমাতঙ্ক (ছবি সৌজন্য: এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 9:45 AM IST

Updated : Aug 22, 2024, 11:24 AM IST

তিরুঅনন্তপুরম, 22 অগস্ট: এয়ার ইন্ডিয়ার বিমানটি তখন আকাশে ৷ পাইলট বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছেন ৷ 'বিমানে বোমা আছে'- বিমানের ওয়াশরুমে একটি টিস্যুপেপারে এই লেখা দেখতে পান চালক ৷ তড়িঘড়ি এয়ার ইন্ডিয়ার বিমানটিকে তিরুঅনন্তপুরম বিমানবন্দরে নামিয়ে আনেন বিমানচালক ৷ এরপর কেরলের এই বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করে কর্তৃপক্ষ ৷ বৃহস্পতিবার সাতসকালে এমন বোমাতঙ্কের জেরে আতঙ্কের পড়লেন বিমান যাত্রীরা ৷ চাঞ্চল্য ছড়াল বিমান বন্দরে ৷

বিমান বন্দর সূত্রের খবর, এদিন সকাল 7.30টা নাগাদ এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে তিরুঅনন্তপুরমে আসা বিমানটি অবতরণের তোড়জোড় করছে ৷ এমন সময় পাইলট একটি টিস্যু পেপার খুঁজে পান বিমানের শৌচাগারে ৷ তাতে লেখা ছিল, 'বিমানে বোমা আছে' ৷ তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে বিষয়টি জানান ৷ সঙ্গে সঙ্গে 7.36 মিনিটে বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয় ৷ এদিকে পাইলট 8টা নাগাদ বিমানটিকে তিরুঅনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করান ৷ ওই বিমানে 135 জন যাত্রী ছিলেন ৷

8 টার সময় বিমান থেকে সব যাত্রীদের নিরাপদেই নামিয়ে আনা হয় ৷ এয়ার ইন্ডিয়ার বিমানটিকে একটি আলাদা জায়গায় নিয়ে গিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷ ওই বিমানটিতে বোমা আছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করে দেখছে তদন্তকারী সংস্থা ৷ বোম স্কোয়াড ঘটনাস্থলে এসেছে বলে খবর সূত্রের ৷ তবে এখন ফের বিমান পরিষেবা শুরু হয়েছে বলে জানা গিয়েছে ৷ একটি সূত্রে জানা গিয়েছে, এখন বিমান ওঠানামা করছে ৷ যাত্রীরা এখনও তাঁদের জিনিসপত্র হাতে পাননি ৷ তাঁরা অপেক্ষা করছেন ৷

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করেছে, "এয়ার ইন্ডিয়ার এআই 657 বিমানটি মুম্বই থেকে তিরুঅনন্তপুরমে যাচ্ছিল ৷ বিমানকর্মীরা নিরাপত্তাজনিত কারণে বিমানটিতে প্রয়োজনীয় সব রকমের বন্দোবস্ত করেছে ৷ যাত্রীদের সুরক্ষাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷" কীভাবে ওই বিমানে বোমাতঙ্কের ফোন এল, তার উৎসই বা কী, সেই সবকিছু তদন্ত করে দেখছে পুলিশ ৷

Last Updated : Aug 22, 2024, 11:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details