তিরুঅনন্তপুরম, 22 অগস্ট: এয়ার ইন্ডিয়ার বিমানটি তখন আকাশে ৷ পাইলট বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছেন ৷ 'বিমানে বোমা আছে'- বিমানের ওয়াশরুমে একটি টিস্যুপেপারে এই লেখা দেখতে পান চালক ৷ তড়িঘড়ি এয়ার ইন্ডিয়ার বিমানটিকে তিরুঅনন্তপুরম বিমানবন্দরে নামিয়ে আনেন বিমানচালক ৷ এরপর কেরলের এই বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করে কর্তৃপক্ষ ৷ বৃহস্পতিবার সাতসকালে এমন বোমাতঙ্কের জেরে আতঙ্কের পড়লেন বিমান যাত্রীরা ৷ চাঞ্চল্য ছড়াল বিমান বন্দরে ৷
বিমান বন্দর সূত্রের খবর, এদিন সকাল 7.30টা নাগাদ এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে তিরুঅনন্তপুরমে আসা বিমানটি অবতরণের তোড়জোড় করছে ৷ এমন সময় পাইলট একটি টিস্যু পেপার খুঁজে পান বিমানের শৌচাগারে ৷ তাতে লেখা ছিল, 'বিমানে বোমা আছে' ৷ তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে বিষয়টি জানান ৷ সঙ্গে সঙ্গে 7.36 মিনিটে বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয় ৷ এদিকে পাইলট 8টা নাগাদ বিমানটিকে তিরুঅনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করান ৷ ওই বিমানে 135 জন যাত্রী ছিলেন ৷