হলদওয়ানি (উত্তরাখণ্ড), 23 মে:গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার হলদওয়ানি। বিস্ফোরণের অভিঘাতে দাউ দাউ করে জ্বলে ভস্মীভূত হয়ে যায় পুরো বাড়ি। স্থানীয় বাসিন্দারা কোনও মতে ঘর থেকে জল এনে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷ আগুনের লেলিহান শিখা এতটাই বাড়তে থাকে দেখতে দেখতে পুরো বাড়িটাই পুড়ে যায় ৷ পরবর্তীতে দমকল বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে ৷
জানা গিয়েছে, গতকার সন্ধেয় বাড়িতে চা বানানোর সময় হঠাৎ করেই বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। তাতে বাড়ির দুই শিশু-সহ চারজন দগ্ধ হয়ে যান ৷ তাঁদের শরীরে অধিকাংশটাই পুড়ে গিয়েছে ৷ তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগে। প্রায় আড়াই ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বিভাগ। আগুনে দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক ৷