গুরুগ্রাম, 26 অক্টোবর: হরিয়ানার গুরুগ্রামে একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবিত দগ্ধ হয়ে মৃত্যু হল 4 জনের ৷ মৃতদের মধ্যে একজন কিশোর রয়েছে ৷ শুক্রবার গভীর রাতে গুরুগ্রামের সরস্বতী এনক্লেভ নামে কলোনির একটি বাড়িতে আগুন লাগে ৷ সেই আগুনেই জীবিত দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের ৷ মৃত চারজনের বয়স 17 থেকে 28 বছরের মধ্যে ৷ জানা গিয়েছে, তাঁরা সকলে বিহারের বাসিন্দা ৷ দমকল বিভাগের বিরুদ্ধে দেরিতে ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগ উঠেছে ৷
স্থানীয়দের দাবি, শুক্রবার রাত 12টার পর আগুন লাগার ঘটনাটি ঘটে ৷ ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয় ৷ কিন্তু, দমকলের গাড়ি প্রায় এক ঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ ৷ স্থানীয়রা দাবি করেছেন, সরস্বতী এনক্লেভ থেকে পাঁচশো মিটার দূরে সেক্টর 35-এ দমকলের অফিস ৷ তা সত্ত্বেও ফোন করার প্রায় এক ঘণ্টা পরে দমকলের গাড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় ৷