নয়াদিল্লি, 4 মে: লোকসভা ভোটের মধ্যে কংগ্রেস ছেড়ে বিজেপি'তে যোগদানের ধারা অব্যাহত ৷ শনিবার নয়াদিল্লির প্রধান কার্যালয়ে বিজেপি'তে যোগ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলি ৷ উল্লেখ্য কিছুদিন আগেই দিল্লি কংগ্রেসের প্রদেশ সভাপতির পদ থেকে পদত্যাগ করেন লাভলি ৷ কারণ হিসেবে তিনি কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোটকে দায়ী করেছিলেন ৷
রাজনৈতিক কর্মজীবনে এই নিয়ে দ্বিতীয়বার কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ দিলেন অরবিন্দর ৷ 2017 সালের এপ্রিল মাসে কংগ্রেস ছেড়ে বিজেপি'তে যোগ দিয়েছিলেন গান্ধিনগরের এই প্রাক্তন বিধায়ক ৷ অবশ্য এক বছরের মধ্যে 2018 সালের ফেব্রুয়ারি মাসে ফের পুরনো দলে ফিরে যান তিনি ৷ তবে তিনি একা নন, এদিন গেরুয়া শিবিরে যোগ দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজকুমার চৌহান ৷ 24 এপ্রিল দল ছাড়েন তিনি ৷
বিজেপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন লাভলি ৷ তিনি জানান, কংগ্রেসে ক্রমশ হারিয়ে যাচ্ছিলেন তিনি ৷ সেই অবস্থায় তাঁকে বিজেপিতে যোগদানের সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা জানান লাভলি ৷ সেইসঙ্গে এই লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার বিজেপি সরকার গঠন করবে সেই বিষয়ে আশাবাদী অরবিন্দর ৷