নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: ভারতে মিলল সন্দেহভাজন এমপক্সে আক্রান্ত রোগীর হদিশ ! সম্প্রতি বিদেশ সফর সেরে দেশে ফিরেছেন এক ব্যক্তি ৷ তারপরই এই রোগের একাধিক উপসম নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি ৷ এই মুহূর্তে একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরুষ রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে ৷ ওই ব্যক্তি আদৌ এমপক্সে আক্রান্ত কি না, তা নিশ্চিত করতেই একাধিক পরীক্ষা করছেন চিকিৎসকরা ৷ এমনকী, সাম্প্রতিক সময়ে তাঁর সংস্পর্শে যে বা যাঁরা এসেছিলেন, তাঁদের খোঁজও শুরু করা হয়েছে ৷ ব্যক্তিটি যে এমপক্স আক্রান্ত তা নিশ্চিত হলে সেই মতো পরবর্তী চিকিৎসা চলবে ৷
তবে ভয়ের কোনও কারণ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ সরকারের তরফে সাফ জানানো হয়েছে, এই রোগের সঙ্গে লড়াই করার মতো সব ব্যবস্থা রয়েছে দেশে ৷ বিদেশ থেকে কেউ এই রোগ বহন করে নিয়ে এলে তাঁদেরকে বাকিদের থেকে দূরে রাখার মতো সু-ব্যবস্থা রয়েছে ৷