পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হোর্ডিং ভেঙে মৃত 8, অসময়ে আচমকা বৃষ্টি-ধূলিঝড়ে মুম্বইয়ে বন্ধ ট্রেন-বিমান - MUMBAI HOARDING COLLAPSE - MUMBAI HOARDING COLLAPSE

Rain-Dust storm in Mumbai: অসময়ে আচমকা প্রবল বৃষ্টি ও ধূলিঝড়ে মুম্বইয়ে বন্ধ করা হল বিমান চলাচল ৷ হোর্ডিং ভেঙে মৃত্যু হল 8 জনের। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে 60 জন।

ETV BHARAT
বৃষ্টি-ধূলিঝড়ে মুম্বইয়ে বন্ধ ট্রেন-বিমান (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 7:27 PM IST

Updated : May 13, 2024, 10:31 PM IST

বৃষ্টি-ধূলিঝড়ে মুম্বইয়ে হোর্ডিং ভেঙে আহত 35 (ইটিভি ভারত)

মুম্বই, 13 মে: আচমকা প্রবল বৃষ্টি ও এলোপাথাড়ি ধূলিঝড়ে বেসামাল মুম্বই ৷ ঝড়-বৃষ্টির ঝাপটায় ঘাটকোপার এলাকার চেড্ডানগর জাংশনে একটি 100 ফুট লম্বা হোর্ডিং উপড়ে একটি পেট্রল পাম্পের উপর ভেঙে পড়ে ৷ এই ঘটনায় প্রাণ গেল 8 জনের। আহত হলেন আরও 60 জন ৷ আরও বেশকয়েকজন আটকে পড়েন ভাঙা বিলবোর্ডের নীচে ৷ অসময়ের এই বৃষ্টি ও ধূলিঝড়ের কারণে প্রায় ঘণ্টাখানেক মুম্বই বিমানবন্দরের উড়ান চলাচল বন্ধ রাখা হয় ৷ থমকে যায় লোকাল ট্রেন ৷

এ দিন মুম্বইয়ের প্রবল বৃষ্টি ও ধূলিঝড়ের কারণে 15টিরও বেশি উড়ান বিভিন্ন বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয় ৷ প্রায় এক ঘণ্টা বিমান চলাচল পুরোপুরি বন্ধ থাকার পর বিকেল 5.03-এ রানওয়ে ফের চালু করা হয় ৷ বিমানবন্দর নিয়ন্ত্রক একটি বিবৃতিতে জানান, "শহরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ধূলিঝড়ের ফলে কম দৃশ্যমানতা এবং দমকা বাতাসের কারণে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 66 মিনিটের জন্য অস্থায়ীভাবে বিমান চলাচল স্থগিত করা হয় ৷" বিমান চলাচল পুনরায় শুরু হওয়া পর্যন্ত ওই বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল এমন 15টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷

বিমানবন্দরটি গত সপ্তাহে নিরাপদ এবং মসৃণ বিমান পরিচালনা নিশ্চিত করার জন্য তার প্রাক-মৌসুমি রানওয়ের রক্ষণাবেক্ষণ সম্পন্ন করেছে । বৃষ্টিপাত মুম্বই এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের গরম থেকে স্বস্তি এনে দিলেও, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় । যে বিলবোর্ডটি ধসে পড়ে দুর্যোগের সময় তার নীচে আশ্রয় নিয়েছিলেন যাত্রীরা ৷ এই ঘটনায় আহতদের নাগরিক সংস্থা পরিচালিত রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বৃহন্মুম্বই পৌরনিগমের এক আধিকারিক ৷ (পিটিআই)

আরও পড়ুন:

  1. ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী, বন্যা পরিস্থিতি মহারাষ্ট্রে
  2. জলমগ্ন মুম্বই, বাইকের হেলমেটে আশ্রয় পেল বিড়ালছানা
  3. 46 বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোলোবায়, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস মুম্বইয়ে
Last Updated : May 13, 2024, 10:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details