থানে (মহারাষ্ট্র), 21 অগস্ট: বাবা ও ছেলের মধ্য়ে বিবাদ৷ আর তার জেরে দুর্ঘটনার কবলে পড়তে হল পাঁচজনকে ৷ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে বদলাপুর-অম্বরনাথ রোডের চিখলোলি গ্রামের হোটেল এস-3 পার্কের সামনে ।
দাম্পত্য কলহ মেটাতে গিয়ে ছেলের হামলার মুখে বাবা, ধাওয়া করে ফিল্মি কায়দায় ধাক্কা গাড়িতে (ইটিভি ভারত) প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে একটি সাদা রঙের গাড়িকে পিছু ধাওয়া করে এসে ধাক্কা মারে একটি কালো রঙের গাড়ি ৷ ঘটনার সময় সাদা রঙের গাড়িটি রাস্তার ধারেই দাঁড়িয়েছিল ৷ চালকের আসনের দরজা খোলা ছিল ৷ চালক ছাড়াও সেখানে অন্য একজন দাঁড়িয়েছিলেন ৷ গাড়ির ধাক্কায় একজন ছিটকে পড়েন ৷
সাদা গাড়িটিকে ধাক্কা মারার পর কালো গাড়িটি কিছুদূরে এগিয়ে যায় ৷ সেই সময় একটি বাইকে ধাক্কা মারে কালো গাড়িটি ৷ বাইকটিকে ধাক্কা মারার পর কালো গাড়িটি থেমে যায় ৷ তার পর ইউটার্ন নেয় এবং দ্রুতগতিতে এসে সাদা গাড়িটিকে ধাক্কা মারে ৷ সেই সময়ও বেশ কয়েকজন আহত হন ৷
পুরো ঘটনায় হইচই পড়ে যায় সর্বত্র ৷ সেখানে উপস্থিত জনতাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ খবর দেওয়া হয় পুলিশকে ৷ স্থানীয় অম্বরনাথ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসে ৷ পরে ওই থানায় অভিযোগ দায়ের হয় ৷ অভিযোগ দায়ের করেন বিন্দেশ্বর শর্মা নামে এক বৃদ্ধ ৷ তিনি মুম্বইয়ের কোলাবার বাসিন্দা ৷
পুলিশ জানিয়েছে, বিন্দেশ্বর শর্মা খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন সতীশ শর্মার বিরুদ্ধে ৷ সতীশ বিন্দেশ্বরের বড় ছেলে ৷ তিনি বদলাপুরে থাকেন ৷ প্রতিরক্ষা বিভাগ থেকে অবসরপ্রাপ্ত বিন্দেশ্বর স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে সতীশের বাড়িতে গিয়েছিলেন ৷ উদ্দেশ্যে ছিল সতীশ ও তাঁর স্ত্রীর মধ্যে বিবাদ মেটানো ৷ সেখান থেকেই কল্যাণ-বদলাপুর রাজ্য সড়ক ধরে বিন্দেশ্বর ফিরছিলেন বাড়িতে ৷ তখনই সতীশ পিছু ধাওয়া করে এই কাণ্ড ঘটিয়েছেন ৷
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তবে সতীশকে গ্রেফতার করা হয়েছে কি না, তা জানা যায়নি ৷