পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তিন ঘণ্টা ঠায় দাঁড় করিয়ে রাখে সিনিয়ররা ! ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর নেপথ্যে কি ব়্যাগিং - MEDICAL STUDENT DEATH

গুজরাতের একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা ৷ প্রথম বর্ষের ছাত্রকে তিন ঘণ্টা দাঁড় সিনিয়ররা করিয়ে রাখে বলে অভিযোগ ৷

Medical student Death
প্রতীকী ছবি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 8:03 PM IST

পাটান (গুজরাত), 18 নভেম্বর: তিনঘণ্টা ঠায় দাঁড় করিয়ে রাখা হয় ৷ সিনিয়রদের 'র‌্যাগিং'য়ের জেরে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর অভিযোগ ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাতের পাটান জেলায় ধরপুর এলাকায় ৷ ঘটনায় 15 জন ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অনিল নটওয়ারভাই মেথানিয়া (18) ৷ তিনি জিএমইআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রথম বর্ষের ছাত্র ছিলেন ৷ অভিযোগ, শনিবার রাতে হস্টেলে র‌্যাগিংয়ের সময় তাঁকে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন সিনিয়ররা ৷ এরপরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷

কলেজের ডিন হার্দিক শাহ বলেন, "সুরেন্দ্রনগর জেলার জেসদা গ্রামের বাসিন্দা ছিল অনিল ৷ তিনি অজ্ঞান হয়ে যাওয়ায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তাঁর সহপাঠীরা জানায়, তিন ঘণ্টা দাঁড় করিয়ে কলেজের হস্টেলে সিনিয়রদের সামনে অনিলকে পরিচয় দেওয়ানো হয় ৷ এরপরেই অচেতন হয়ে পড়েন তিনি ।"

কলেজের ডিনের দাবি, জিএমইআরএস মেডিক্যাল কলেজের অ্যান্টি র‌্যাগিং কমিটি বিষয়টি তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত সিনিয়র ছাত্ররা র‌্যাগিংয়ের জন্য দোষী প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের প্রথম বর্ষের একজন মেডিক্যাল পড়ুয়া বলেন, ‘‘সাত থেকে আটজন সিনিয়র ছাত্র একদল জুনিয়রকে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকতে এবং একে একে নিজেদের পরিচয় দিতে বাধ্য করে । শেষ পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকা এক ছাত্র অজ্ঞান হয়ে পড়ে । আমরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই ৷ সেখানে তাঁর মৃত্যু হয় ৷"

নির্যাতিত ছাত্রের আত্মীয় ধর্মেন্দ্রভাই মেথানিয়ার কথায়, "অনিল এক মাস আগে ধরপুর মেডিক্যাল কলেজের প্রথম বর্ষে ভর্তি হয় । আমি পরিবারের থেকে ফোনে পেয়ে জানতে পারি, ভাই অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে । আমি যখন এখানে এসে পৌঁছে জানতে পারি ভাইয়ের মৃত্যু হয়েছে ৷ অনিলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । আমরা কলেজের অন্যান্য ছাত্রদের কাছ থেকে শুনেছি, সিনিয়ররা তাঁকে কয়েক ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখায় তাঁর মৃত্যু হয়েছে। আমরা সরকার এবং কলেজের তরফে ভাইয়ের মৃত্যুর বিচার চাই ।"

ABOUT THE AUTHOR

...view details