পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

খুব শীঘ্র আসছে বন্দে ভারত স্লিপার ট্রেন, ট্রায়াল রান শেষ - VANDE BHARAT SLEEPER TRAIN

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি ঝাঁসি রেলওয়ে বিভাগের অধীনে খাজুরাহো এবং মাহোবা রেলওয়ে সেকশনের মধ্যে ফিল্ড ট্রায়াল রান সম্পন্ন করেছে ।

sleeper vande bharat train
বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন হল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2024, 11:20 AM IST

খাজুরাহো(মধ্যপ্রদেশ), 24 ডিসেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ খুব শীঘ্র মধ্যপ্রদেশে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন । তার আগে ট্র্যাকে ছুটল দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস । রবিবার সম্পন্ন হল বন্দে ভারত স্লিপার ট্রেনের ফিল্ড ট্রায়াল রান ৷ দেশের সবচেয়ে প্রতীক্ষিত ট্রেনটি মধ্যপ্রদেশের খাজুরাহো রেল সেকশনে এবং উত্তরপ্রদেশের মহোবা রেল সেকশনে শনি ও রবিবার দু'দিন যাত্রা করেছে ।

বন্দে ভারত স্লিপার ট্রেনের সফল ট্রায়াল রান

ঝাঁসি রেলওয়ে বিভাগের জনসংযোগ আধিকারিক মনোজ কুমার সিংয়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, শুক্রবার বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম রেক মহোবায় পৌঁছেছিল ৷ শনিবার এই ট্রেনের প্রথম প্রোটোটাইপের প্রথম ফিল্ড ট্রায়াল হয় । মাহোবা এবং খাজুরাহো রেল সেকশনের মধ্যে ট্রেনটি চলে ৷ এর পরে রবিবার আবারও ট্রেনটির সফল ট্রায়াল রান চালানো হয় ।

বন্দে ভারত স্লিপার ট্রেন (ইটিভি ভারত)

বন্দে ভারত স্লিপার ট্রেনের গতি ঘণ্টায় 160-200 কিমি

ট্রায়াল রান চলাকালীন এসআরডিও'র সঙ্গে, রেলওয়ে এবং আইসিএফ চেন্নাইয়ের প্রযুক্তিগত দলও সেখানে উপস্থিত ছিল ৷ যারা স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের গতি থেকে শুরু করে সমস্ত যন্ত্রের প্রযুক্তিগত দিকগুলি ট্রায়াল চলাকালীন বিশদভাবে পরীক্ষা করে । এসময় কবচ সুরক্ষা ব্যবস্থার প্রদর্শনীও হয় । যেখানে বন্দে ভারত স্লিপার ট্রেন শনিবারের পরীক্ষায় ঘণ্টায় 115 কিলোমিটার এবং রবিবারের পরীক্ষায় ঘণ্টায় 130 কিলোমিটার বেগে দৌড়েছিল । মনে করা হচ্ছে, বন্দে ভারত স্লিপার ট্রেনটি ঘণ্টায় 160 থেকে 200 কিলোমিটার গতিতে ছুটতে পারে।

বন্দে ভারত স্লিপার ট্রেনের ভেতরের ছবি (ইটিভি ভারত)

আসছে 10টি বন্দে ভারত স্লিপার ট্রেন

এখানে উল্লেখ করা প্রয়োজন, বর্তমানে ভারতীয় রেলওয়ের তরফে 10টি বন্দে ভারত স্লিপার ট্রেনের তৈরির কাজ চলছে । রেল বিভাগ আগামী সময়ে 200টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার পরিকল্পনা করছে । এই ট্রেনগুলি দীর্ঘ এবং মাঝারি দূরত্বের রুটে চলাচল করবে বলে জানা গিয়েছে ৷ বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রীদের একটি আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করবে ।

ABOUT THE AUTHOR

...view details