মুম্বই, 22 জুলাই: ফের ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজে ভয়াবহ আগুন। মুম্বই ডক ইয়ার্ডে ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে সোমবার সন্ধ্যায় আগুন লাগে বলে খবর ৷ এর পর থেকে এক নাবিকের খোঁজ মিলছে না বলেও জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই ৷ অগ্নিকাণ্ডের ঘটনায়, যুদ্ধজাহাজটি ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর।
যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে আগুন, খোঁজ নেই এক নৌসেনার - Fire Incident INS Brahmaputra - FIRE INCIDENT INS BRAHMAPUTRA
Fire Incident INS Brahmaputra: আইএনএস ব্রহ্মপুত্রে অগ্নিকাণ্ড ৷ যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নৌসেনার খোঁজ মিলছে না বলে খবর ৷ আগুন নিয়ন্ত্রণে বলে দাবি নৌসেনার ৷
![যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে আগুন, খোঁজ নেই এক নৌসেনার - Fire Incident INS Brahmaputra Fire Incident INS Brahmaputra](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-07-2024/1200-675-22021490-thumbnail-16x9-ins.jpg)
Published : Jul 22, 2024, 10:55 PM IST
নৌসেনা সূত্রে খবর, অনেক চেষ্টার পরেও জাহাজটিকে এখনও সঠিক অবস্থায় আনা যায়নি। নৌসেনার তরফে জানানো হয়েছে, মুম্বই ডক ইয়ার্ডে আইএনএস ব্রহ্মপুত্রের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ চলছিল। সে সময়ই হঠাৎ যুদ্ধজাহাজটিতে আগুন লেগে যায়। একই সঙ্গে জানা যাচ্ছে, একজন তরুণ নাবিক ছাড়া জাহাজে কর্মরত বাকি সকলেরই খোঁজ মিলেছে ৷ সেই নাবিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে নৌসেনা ৷ দুর্ঘটনার তদন্তের জন্য ভারতীয় নৌবাহিনীকেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার সন্ধ্যায় আগুন লাগে ৷ এরপর সোমবার সকালের মধ্যে মুম্বই নেভাল ডকইয়ার্ড এবং বন্দরের অন্যান্য জাহাজের ফায়ার ফাইটারদের সহায়তায় জাহাজের ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তদন্ত করার জন্য ভারতীয় নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তারা বিভিন্ন সূত্র ধরে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাবে। এর আগে 2019 সালের এপ্রিলে কারওয়ার বন্দরে ঢোকার মুখে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল আইএনএস বিক্রমাদিত্য। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল নৌসেনার লেফটেন্যান্ট কমান্ডার ডিএস চৌহানের। এরপর আইএনএস কলকাতা, আইএনএস গঙ্গার মতো নৌসেনার একাধিক যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।