প্রয়াগরাজ, 9 ফেব্রুয়ারি:ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকুম্ভে ৷জানা গিয়েছে, রবিবার সেক্টর 19-এর কল্পবাসী তাঁবুতে আগুন লাগে ৷ দমকল সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগেছিল ৷ যদিও দমকল কর্মীদের দ্রুততায় আশপাশের ক্যাম্পে সেই আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা গিয়েছে ৷ এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷
কুম্ভের প্রধান ফায়ার অফিসার প্রমোদ শর্মা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, তাঁবুটি ওম প্রকাশ পাণ্ডে সেবা সংস্থানের ৷ রাজেন্দ্র জয়সওয়াল সেটির মালিক ৷ আগুন লাগার ঘটনা জানার সঙ্গে সঙ্গে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ মাত্র 10 মিনিটের চেষ্টায় আগুন নেভানো গেলেও তাঁবুটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷
13 জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এদিন 28 দিনে পড়ল মহাকুম্ভ মেলা ৷ এর আগে তিন বার আগুন লেগেছে কুম্ভে ৷ একবার পদপিষ্টের ঘটনাও ঘটেছে ৷ আগুনে একাধিক ক্যাম্প পুড়ে গেলেও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ 7 ফেব্রুয়ারি কুম্ভ মেলার সেক্টর 18-এর ইসকন ক্যাম্পে আগুন লাগে ৷ দ্রুত আশপাশের প্রায় এক ডজনেরও বেশি ক্যাম্পে সেই আগুন ছড়িয়ে পড়ে ৷ তার আগে 19 জানুয়ারি গ্যাস লিক করে সেক্টর 19-এর-ই একটি ক্যাম্পে আগুন লাগে ৷ ছাই হয়ে যায় আশেপাশের অন্তত একডজন ক্যাম্প ৷ এই ঘটনার কয়েকদিন পর 25 জানুয়ারি সেক্টর 2-এ আগুন লাগে দু’টি গাড়িতে ৷ কোনও ঘটনাতেই হতাহতের খবর মেলেনি। 29 জানুয়ারি মৌনি অমাবস্যায় পদপিষ্টের ঘটনায় 30 জনের মৃত্যু হয় ৷ এদিন ফের আগুন লাগল কুম্ভের তাঁবুতে ৷