ফিরোজপুর (পঞ্জাব), 1 জুন: ভোট দেওয়ার উত্তেজনায় ভুলেই গিয়েছিলেন নিয়মাবলী ৷ তাই বুথের ভোটিং কাউন্টার অর্থাৎ, ইভিএমের সামনে সোজা মোবাইল ক্যামেরা অন করে ভোট দিলেন পঞ্জাবের ফিরোজপুর লোকসভার বিএসপি প্রার্থী সুরিন্দর কামবোজ ৷ কাকে ভোট দিলেন, তার ভিডিয়ো করলেন। পাশাপাশি ইভিএম ও ভিভিপ্যাটের ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোডও করে দিলেন বিএসপি-র প্রার্থী ৷ এই ঘটনায় 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন ভাঙার অভিযোগে এফআইআর করা হল সুরিন্দর কামবোজের বিরুদ্ধে ৷
এই ঘটনায় সংবাদসংস্থা এএনআই-কে ফিরোজপুর জেলার মুখ্য নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক রাজেশ ধীমান বলেন, "আমরা একটা অভিযোগ পেয়েছি ৷ জানতে পেরেছি, বিএসপি প্রার্থী সুরিন্দর কামবোজ ভোটদানের সময় ভিডিয়ো করিয়েছেন ৷ জনপ্রতিনিধিত্ব আইন ভাঙার অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ আমরা সকল রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে অনুরোধ করছি, আপনারা আইন ও নিয়ম যথাযথভাবে পালন করুন ৷ এছাড়া বাইরে পুরো জেলায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে ৷"
- আরও পড়ুন:সন্দেশখালিতে গুলি, আহত গ্রামবাসী