পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইভিএম-ভিভিপ্যাটের ভিডিয়ো বিএসপি প্রার্থীর ! জনপ্রতিনিধিত্ব আইন ভাঙায় এফআইআর - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: পঞ্জাবের ফিরোজপুর লোকসভার বিএসপি প্রার্থী সুরিন্দর কামবোজের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন ৷ জনপ্রতিনিধিত্ব আইন ভাঙার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছেন জেলা মুখ্য নির্বাচন আধিকারিক ৷

ETV BHARAT
ভোটদানের সময় ইভিএম ও ভিভিপ্যাটের ভিডিয়ো সুরিন্দর কামবোজের৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 6:44 PM IST

ফিরোজপুর (পঞ্জাব), 1 জুন: ভোট দেওয়ার উত্তেজনায় ভুলেই গিয়েছিলেন নিয়মাবলী ৷ তাই বুথের ভোটিং কাউন্টার অর্থাৎ, ইভিএমের সামনে সোজা মোবাইল ক্যামেরা অন করে ভোট দিলেন পঞ্জাবের ফিরোজপুর লোকসভার বিএসপি প্রার্থী সুরিন্দর কামবোজ ৷ কাকে ভোট দিলেন, তার ভিডিয়ো করলেন। পাশাপাশি ইভিএম ও ভিভিপ্যাটের ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোডও করে দিলেন বিএসপি-র প্রার্থী ৷ এই ঘটনায় 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন ভাঙার অভিযোগে এফআইআর করা হল সুরিন্দর কামবোজের বিরুদ্ধে ৷

এই ঘটনায় সংবাদসংস্থা এএনআই-কে ফিরোজপুর জেলার মুখ্য নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক রাজেশ ধীমান বলেন, "আমরা একটা অভিযোগ পেয়েছি ৷ জানতে পেরেছি, বিএসপি প্রার্থী সুরিন্দর কামবোজ ভোটদানের সময় ভিডিয়ো করিয়েছেন ৷ জনপ্রতিনিধিত্ব আইন ভাঙার অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ আমরা সকল রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে অনুরোধ করছি, আপনারা আইন ও নিয়ম যথাযথভাবে পালন করুন ৷ এছাড়া বাইরে পুরো জেলায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে ৷"

উল্লেখ্য, এদিন নিজের কেন্দ্রেই ভোট দিতে যান পঞ্জাবে ফিরোজপুর জেলার ফিরোজপুর লোকসভার বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী সুরিন্দর কামবোজ ৷ ভোট কেন্দ্রে ঢোকার সময় তাঁর সঙ্গে আরও একজন ছিলেন ৷ তিনি কামবোজের ভোট দেওয়ারভিডিয়ো করছিলেন ৷ সেই ভিডিয়োয় বুথের কাউন্টারে রাখা ইভিএম ও ভিভিপ্যাট স্পষ্ট দেখা গিয়েছে ৷ ভারতের জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়ে ৷ সুরিন্দর কামবোজের এই ভিডিয়ো দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে যায় ৷ বিষয়টি কমিশনের নজরে আসতেই, দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় ৷

উল্লেখ্য, অষ্টাদশ লোকসভা নির্বাচনের আজ সপ্তম তথা শেষ দফার নির্বাচন ছিল ৷ 543টি আসনে দেশের বিভিন্ন রাজনৈতিক ও নির্দল প্রার্থীরা অংশগ্রহণ করেছিলেন এই সাত দফা ভোটে ৷ গণতন্ত্রের এই মহোৎসবের ফলপ্রকাশ হবে 4 জুন ৷ সেখানেই খোলসা হবে, নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে ফিরবেন নাকি, 'ইন্ডিয়া' জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে।

ABOUT THE AUTHOR

...view details