নয়াদিল্লি, 1 মার্চ: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ফের হিংসার ঘটনা সামনে এসেছে । ছাত্রছাত্রীদের দুইপক্ষের মারামারিতে বেশ কয়েকজন জখম হয়েছেন ৷ বেশ কয়েকজনকে হাসপাতালেও ভরতি করতে হয়েছে ৷ দু’পক্ষই পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করেছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷
উল্লেখ্য, জেএনইউ-তে এখন ছাত্র ইউনিয়ন নির্বাচনের প্রক্রিয়া চলছে, যার অধীনে সমস্ত স্কুলে একের পর এক জেনারেল বডি মিটিং করা হচ্ছে । বৃহস্পতিবার রাতে স্কুল অব ল্যাঙ্গুয়েজে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচন নিয়ে সাধারণ পরিষদ বা জেনারেল বডি মিটিং চলছিল । সেই মিটিংয়ের সময় গোলমাল ছড়ায় দিল্লির এই বিশ্ববিদ্যালয় চত্বরে ৷
অভিযোগ, বৈঠক চলাকালীন বামপন্থীরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র প্রার্থীকে মঞ্চ থেকে কথা বলতে দেয়নি । এই কারণে ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া শুরু হয়৷ তা ক্রমশ হাতাহাতি থেকে মারামারিতে পরিণত হয় ৷ বামপন্থী ও এবিভিপির পড়ুয়ারা একে অপরের উপর হামলা করে বলেও অভিযোগ ৷