বাহরাইচ (উত্তরপ্রদেশ), 27 অগস্ট: মায়ের সঙ্গে বাড়ির উঠোনে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল বছর পাঁচেকের আয়ানশ ৷ রাত তখন তিনটে ৷ নিঃশব্দে ঘরে ঢোকে নেকড়ে ৷ পরিবারের বাকি সদস্যরাও তখন ঘুমে আচ্ছন্ন ৷ চোয়ালে চেপে ধরে আয়ানশকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল নেকড়ে ৷ সেই সময় ছেলে চিৎকার করে ককিয়ে উঠতেই ঘুম ভেঙে যায় তার মা রোলির ৷ চোখের সামনে নেকড়ের মুখে ছেলেকে দেখে চিৎকার করে ওঠেন মহিলা ৷ ঘুম ভেঙে যায় সকলের ৷ ছুটে আসেন স্থানীয়রাও ৷ কিন্তু ততক্ষণে সব শেষ ৷
বন দফতরের দলকে খবর দেওয়া হয় ৷ রাতভর তল্লাশি চালানো হলেও আয়ানশকে খুঁজে পাওয়া যায়নি ৷ এরপর মঙ্গলবার সকালে একটি মাঠের মধ্যে তার বিকৃত দেহ পাওয়া যায় ৷ খয়েরিঘাট থানার দেওয়ান পূর্ব গ্রামে ততক্ষণে শোকের ছায়া নেমে এসেছে ৷ ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালায় । বন দফতরের কর্মীরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সারারাত শিশুটিকে খুঁজলেও তাকে খুঁজে পাওয়া যায়নি । আখের ক্ষেত-সহ অন্যান্য স্থানেও তল্লাশি চালানো হয় । মঙ্গলবার সকালে ধানক্ষেতে আয়ানশের বিকৃত লাশ পাওয়া যায় । ছেলেকে ওই অবস্থায় দেখে জ্ঞান হারিয়ে ফেলেন মা । পরিবারের অন্য সদস্যরাও কান্নায় ভেঙে পড়েন ।