রুদ্রপ্রয়াগ, 31 অগস্ট:পাহাড়ের কোলে ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ শনিবার সকালে সেনার এমআই-17 কপ্টারে করে বেসরকারি হেলিকপ্টার নিয়ে যাওয়া হচ্ছিল ৷ উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের পাহাড়ি এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে পড়তে দেখা যায় ক্রিস্টাল হেলিকপ্টারটিকে ৷ এই ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷
জানা গিয়েছে, এই হেলিকপ্টারটি আগে থেকেই দুর্ঘটনাগ্রস্ত ছিল ৷ ক্রিস্টাল হেলিকপ্টারটির সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আগে থাকতে খুলে রাখা হয়েছিল ৷ কিন্তু হঠাৎ আকাশ থেকে একটি হেলিকপ্টার নীচে পড়তে দেখে স্থানীয়রা চিৎকার করতে থাকেন ৷
এবছরের শুরুতে 24 মে কেদারনাথ ধাম যাত্রার সময় এই ক্রিস্টাল হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে কেদারনাথ ধামে ৷ হেলিপ্যাড থেকে 100 মিটার আগেই তা নেমে আসে ৷ সেই সময় তাতে 6 জন যাত্রী ছিলেন ৷ তবে কারও কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি ৷
কী বললেন পর্যটন আধিকারিক
এদিন সকালে সেই ক্ষতিগ্রস্ত ক্রিস্টাল হেলিকপ্টারটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল সেনার এমআই 17 কপ্টার ৷ কিছু দূর যাওয়ার পর হেলিকপ্টারটি মন্দাকিনী নদীতে পড়ে যায় ৷ রুদ্রপ্রয়াগ জেলার পর্যটন আধিকারিক রাহুল চৌবে বলেন, "দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিকে গৌচর এয়ারস্ট্রিপে মেরামতির জন্য নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা করা হয়েছিল ৷ সেইমতো শনিবার সকালে এমআই-17 এয়ারক্রাফ্ট ওই ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটিকে নিয়ে যাচ্ছিল ৷ কিছুদূর যাওয়ার পর এমআই-17-এর চালক বুঝতে পারেন যে, কপ্টারটির ওজন এবং ঝোড়ো হাওয়ার জন্য ভারসাম্য রাখা সম্ভব হচ্ছে না ৷ তাই বাধ্য হয়ে থারু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটিকে ফেলে দিতে হয় ৷ তাতে কোনও যাত্রী বা জিনিসপত্র ছিল না ৷ উদ্ধারকারী দল খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে ৷"
এসডিআরএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, লিনচোলি পুলিশ পোস্টের মাধ্যমে তাদের কাছে খবর আসে যে একটি বেসরকারি কোম্পানির ক্ষতিগ্রস্ত হেলিকপ্টার থারু ক্যাম্পের কাছে ভেঙে পড়েছে ৷ ওই কপ্টারটিকে শ্রীকেদারনাথ থেকে গৌচর হেলিপ্যাডে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে ৷