অশোকনগর (মধ্যপ্রদেশ), 11 জুলাই:স্ত্রী'কে মানসিক চাপে রাখতে দুই শিশুকে উলটো করে মার বাবার ৷ মধ্যপ্রদেশের চান্দেরি থানার অশোকনগর জেলার ঘটনা ৷ ছেলেমেয়েকে মারের ঘটনা ভিডিয়ো করে স্ত্রীকে পাঠায় ভগবান দাস ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, 4 বছরের ছেলে ও 5 বছরের মেয়েকে উলটো করে ঝুলিয়ে নির্মমভাবে পেটাচ্ছে বাবা ৷
এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে চান্দেরি থানায় অভিযোগ করেছেন স্ত্রী রাধা বাই ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ভগবান দাসকে পুলিশ গ্রেফতার করেছে ৷ পুলিশ জানিয়েছে, বছরখানেক ধরেই আলাদা থাকেন অভিযুক্ত ভগবান দাস ও তার স্ত্রী ৷ আগেও স্ত্রী রাধাকে মারধরের অভিযোগ উঠেছিল ভগবানের বিরুদ্ধে ৷ স্বামীর অত্যাচারের হাত থেকে রেহাই পেতে রাধা বাই সন্তানদের নিয়ে ললিতপুরে থাকা শুরু করেন। সম্প্রতি ভগবান দাস শিশুদের মায়ের কাছে নিয়ে এসে নিজের কাছে রেখেছিল ৷ কিন্তু স্ত্রী'কে শিক্ষা দিতে কিছু দিন পরই শিশুদের উপর অত্যাচার শুরু করে ভগবান দাস ৷ মারধরের ভিডিয়ো করে স্ত্রী রাধাকে পাঠায় সে ৷ পুলিশকে মারধরের ভিডিও দেখিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন রাধা।