পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষক বিক্ষোভের সময় কেন দেশে নেই মোদি, তাঁকে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বুঝতে হবে: স্বামী - কৃষক বিক্ষোভ

Subramanian Swamy on Farmers Protest: পঞ্জাবের কৃষকরা যখন কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ করছেন, সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন দেশে নেই, তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী । তাঁর মতে, মোদিকে অবশ্যই প্রধানমন্ত্রীর অগ্রাধিকারগুলি বুঝতে হবে ।

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 5:35 PM IST

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: কৃষক বিক্ষোভ প্রসঙ্গে আবারও বেসুরো গাইলেন শীর্ষ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী ৷ এ রকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷

কেন্দ্রের বিরুদ্ধে পঞ্জাবের কৃষকদের বিক্ষোভে যখন পরিস্থিতি অগ্নিগর্ভ, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন দেশে নেই, বুধবার তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সদস্য তথা মন্ত্রিপরিষদের প্রাক্তন মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী ৷ বিরাট হিন্দুস্তান সঙ্গমের সভাপতি স্বামী বলেন যে, "মোদিকে অবশ্যই প্রধানমন্ত্রীর অগ্রাধিকারগুলি বুঝতে হবে ৷"

নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে স্বামী লিখেছেন, "প্রধানমন্ত্রীর দেশে অনুপস্থিত থাকা কি ঠিক ? সামনে শুধু সাধারণ নির্বাচন রয়েছে তা-ই নয়, পাশাপাশি নয়াদিল্লির কাছেই পঞ্জাবের কৃষকদের গুরুতর বিদ্রোহ সহিংস হয়ে উঠতে পারে এবং বড়সড় কিছুও ঘটতে পারে ।"

পঞ্জাবের হাজার হাজার কৃষক বুধবার রাজ্য ও হরিয়ানার দুই সীমানায় অবস্থান করে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন হরিয়ানার আম্বালার কাছে শম্ভু সীমানায় বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন নিরাপত্তা কর্মীরা । কৃষকরা তাঁদের 'দিল্লি চলো' অভিযান পুনরায় শুরু করার জন্য সেখানে জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির দিকে যাত্রা করার প্রয়াসে শম্ভু সীমানায় বহু-স্তরযুক্ত ব্যারিকেড ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছেন ৷ এ জন্য কৃষক নেতারা আগে একটি বৈঠকও করবেন ।

উল্লেখ্য, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরশাহী সফরে রয়েছেন এবং সেখান থেকে তিনি কাতারেও সফর করবেন । পঞ্জাবের কৃষকদের বিরুদ্ধে নরেন্দ্র মোদি সরকারের ড্রোন ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন সুব্রহ্মণ্যম স্বামী । তিনি বলেন, "মোদি সরকার কি পঞ্জাবে প্রতিবাদরত কৃষকদের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করছে ? যদি তাই হয়, তাহলে এটি রাষ্ট্রসংঘের মানবাধিকার সনদের নিয়ম লঙ্ঘন হবে ৷"

আরও পড়ুন:

  1. 'মোদি সরকার স্বৈরাচারী', জখম কৃষকের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস রাহুলের
  2. স্বামীনাথন কমিশনের প্রস্তাব মেনে নেয়নি কংগ্রেস, কৃষক আন্দোলনের আবহে ফিরে দেখা 10টি সুপারিশ
  3. আজ ফের 'দিল্লি চলো' মহামিছিল, কৃষকদের রুখতে প্রশাসনের কড়া ব্যবস্থা

ABOUT THE AUTHOR

...view details