পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নতুন বছর ভালো কাটবে মিথুনের, চাপে ধনু রাশির জাতক-জাতিকারা; আপনার কপালে কী? - Bengali New Year Horoscope - BENGALI NEW YEAR HOROSCOPE

Horoscope For Poila Baishakh: আজ বাংলা বছরের শুভারম্ভ ৷ নতুন বছর শুরু হয় নতুন আশা ৷ সারা বছর কেমন কাটবে জানালেন জ্যোতিষী রথিন মল্লিক ৷

Horoscope For Poila Baishakh
নববর্ষের রাশিফল

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 11:00 PM IST

Updated : Apr 14, 2024, 10:39 AM IST

মেষ: বাংলা নতুন বছর মেষ রাশির জন্য মোটের উপর ভালোই যাবে ৷ শরীর-স্বাস্থ্য ভালো থাকবে ৷ কর্মে উন্নতির সম্ভাবনা আছে । বিদেশে কর্মরত ইঞ্জিনিয়াররা দেশে ফেরার সুযোগ মিলবে ৷ বছরের মাঝামাঝি সতর্ক থাকা দরকার দুর্ঘটনার যোগ আছে মেষ রাশির জাতকদের ৷

বৃষ: পরিবারের সঙ্গে সুসম্পর্ক থাকবে ৷ পরিবার ও বন্ধুদের নিয়ে তীর্থস্থানে ভ্রমণের সুযোগ আছে ৷ আষাঢ় মাস থেকে কর্মে উন্নতির যোগ আসবে ৷ পাশাপাশি সঞ্চয় বৃদ্ধি হবে এই বছর ৷ কাজে মন না দিলে ক্ষয়ক্ষতি হতে পারে ৷ স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে ৷

মিথুন:মিথুন রাশির জন্য বছরটা ভালোভাবেই শুরু হবে ৷ বাংলা বছরের শুরুতেই শরীর ও মনে নতুন শক্তির সঞ্চয় হবে ৷ কোনও ভালো কাজে এগিয়ে যাওয়ার ইচ্ছা হবে ৷ পরিবারের শ্রীবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে ৷ আয়ের একাধিক রাস্তা খুলে যাবে ৷ কৃষক, ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্তাদেরও সুসময় আসছে ৷ সামাজিক সুনামও বাড়তে পারে ৷

কর্কট: কর্মে উন্নতির যোগ সুস্পষ্ট । চাকরির ইন্টারভিউতে সাফল্যের যোগ প্রবল ৷ তবে শরীরের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন ৷ গায়ক, চিকিৎসক থেকে শুরু করে প্রযুক্তিবিদ এবং খেলোয়াড়দের জন্য এই বাংলা নববর্ষ বেশ ভালো কাটবে ৷ বছরের মাঝামাঝি সময়ে কোনও গুরুতর চোট লাগতে পারে ৷ সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোর্তিবিদরা ৷

সিংহ: বছরের শুরু থেকে মানসিক উদ্বেগ ধীরে ধীরে কমতে থাকবে ৷ ছাত্র-ছাত্রীদের জন্য সু'সময় আসতে চলেছে ৷ একাধিক সূত্র থেকে আচমকা ধনলাভের সুযোগ মিলবে ৷ শরীর নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে ৷ সিংহ রাশির জাতক-জাতিকাদের বছরের বিভিন্ন সময়ে নানা ধরনের চোট-আঘাত লাগতে পারে ৷

তুলা:নতুন বাংলা বছরে তুলা রাশির জন্য প্রধান চিন্তার কারণ শরীর ৷ এই বছর শরীর নানাভাবে ভগাতে পারে ৷ কর্মক্ষেত্রে উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে ৷ কর্ম এবং পারিবারিক দিক থেকে মহিলারা এগিয়ে যাবেন ৷ শিক্ষাক্ষেত্রে বাধা কেটে যাবে ৷ কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ আছে এই রাশির ব্যক্তিদের ৷ শিক্ষক-গবেষকদের জন্য শুভ সময় ৷

বৃশ্চিক:বাংলা নতুন বছরে নতুন করে প্রেমে পড়ার সুযোগ পাবেন বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের ৷ একাধিক উপায় আয় বৃদ্ধির যোগ ৷ মামার বাড়ির সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে ৷ বাংলা বছরে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে ৷ অসতর্ক হলে সুযোগ হাতছাড়া হওয়ার যোগ আছে ৷

ধনু: শরীর-স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন ধনু রাশির জাতক-জাতিকাদের ৷ দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে ৷ কর্মক্ষেত্রে আশার অনুরূপ ফল না-পাওয়ায় মানসিক হতাশা বাড়তে পারে ৷ পরিবারের কোনও সদস্যের বিদেশ সফরের সুযোগ আছে ৷ একাধিক সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা

মকর: গ্রহের অবস্থান অনুযায়ী কর্মসূত্রে দেশ-বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে মকর রাশির জাতক-জাতিকাদের ৷ নতুন পদপ্রাপ্তির সম্ভাবনাও বেশ উজ্জ্বল ৷ মহিলাদের উন্নতির বাড়তি সুযোগ আসবে। চিকিৎসক থেকে শুরু করে আইনজীবীদেরও শুভ সময় ৷

কুম্ভ: একাধিক সূত্রে অর্থপ্রাপ্তির যোগ ৷ বিদেশ ভ্রমণের সুযোগ ৷ পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে ৷ বছরের মাঝামাঝি সময় থেকে মানসিক উদ্বেগ কমতে পারে বলে ইঙ্গিত মিলছে ৷ কোনও বড় ঘটনা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে ৷

মীন: শত্রু পরাস্ত হবে । শিক্ষা ক্ষেত্রে বাধা কেটে যাবে ৷ নিকট কারও বিয়ের যোগ আছে এই বছর ৷ নিয়ম মেনে চললে শরীর ভালো থাকবে ৷ একাধিক দিক থেকে কর্মে উন্নতির যুগ মিলবে বাংলা নতুন বছরে ৷

Last Updated : Apr 14, 2024, 10:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details