পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতে প্রথম 24আওয়ার প্রজেক্ট ইন্টারন্যাশনাল ফোটো এগজিবিশনে মিডিয়া পার্টনার ইটিভি ভারত - 24HourProject - 24HOURPROJECT

24HourProject International Photo Exhibition 2024: ভারতে প্রথমবার 24আওয়ার প্রজেক্ট ইন্টারন্যাশনাল ফোটো এগজিবিশন হবে ৷ এই প্রদর্শনীর মিডিয়া পার্টনার ইটিভি ভারত ৷

24HourProject
24আওয়ার প্রজেক্ট ইন্টারন্যাশনাল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 10:25 PM IST

হায়দরাবাদ, 4 জুলাই: ভারতে প্রথম যাত্রা শুরু করতে চলেছে 24আওয়ার প্রজেক্ট ইন্টারন্যাশনাল ফোটো এগজিবিশন ৷ এই সম্মানীয় ছবির প্রদর্শনীতে মিডিয়া পার্টনার হচ্ছে ইটিভি ভারত ৷

6 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত হায়দরাবাদের স্টেট গ্যালারি অফ আর্টে এই স্মরণীয় 24আওয়ার প্রজেক্ট ইন্টারন্যাশনাল ফোটো এগজিবিশন হবে ৷ এই প্রদর্শনীতে 127টি ফোটো থাকবে, যেগুলি বাছাই করেছেন আন্তর্জাতিক বিচারপতিরা ৷ এই ছবিগুলি সমাজের মানবিক দিক এবং সামাজিক পরিবর্তনের দিকগুলি ধরা পড়েছে ৷ 1 হাজারেরও বেশি ফোটোগ্রাফার এই ছবি প্রদর্শনীতে অংশ নিয়েছেন ৷ এই চিত্রগ্রাহকদের পাশাপাশি দেশের প্রায় 10 হাজার শিল্প অনুরাগীদের নিয়ে এই প্রদর্শনী একটি ঐতিহাসিক ঘটনা হতে চলেছে ৷ এটা শুধু ফোটোগ্রাফির উদযাপনই নয়, কলকাতার রেসপনসিবল চ্যারিটি সংগঠনের দ্বারা পরিচালিত মহিলাদের কাজকর্মকে সমর্থন করে ৷

প্রদর্শনীর আগে কভারেজ:

প্রদর্শনীর আগে ETV Instagram হ্যান্ডেলগুলিতে একটি সহযোগী পোস্ট/গল্পে প্রাক-প্রদর্শনী কভারেজ প্রকাশ ৷ পাশাপাশি প্রদর্শনীর আগে ডিজিটাল মিডিয়া এবং ছাপা সংবাদপত্রের সংবাদ নিবন্ধ প্রকাশ ৷

প্রদর্শনী শুরুর কভারেজ হবে 6 জুলাই সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ৷ সেখানে প্রদর্শনী শুরুর সব অনুষ্ঠান দেখানো কভার করা হবে ৷ ফোটোগ্রাফারদের তোলা ছবিগুলির প্রদর্শনী হবে গ্যালারিতে ৷ এর সঙ্গে আমেরিকা এবং জার্মানির 24আওয়ার প্রজেক্ট ইন্টারন্যাশনাল দলের সদস্যদের সাক্ষাৎকার থাকবে ৷ হায়দরাবাদের অ্যাম্বাসাডর বা আয়োজকদের সাক্ষাৎকার থাকবে ৷ এছাড়া যাঁরা এই প্রদর্শনী দেখতে আসবেন, তাঁদের মতামত নেওয়া হবে ৷

শেয়ার মার্কেটের তথ্য সমেত এই প্রদর্শনীর কভারেজ প্রকাশিত হবে ইটিভি'র ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ৷ এই কাজে সহযোগিতা করবে হায়দরাবাদের 24আওয়ার প্রজেক্ট এবং 24আওয়ার প্রজেক্ট-এর নিজস্ব হ্যান্ডেল ৷ অনুষ্ঠান শেষ হবে 14 জুলাই ৷ দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত সমাপ্তি অনুষ্ঠানের কভারেজও প্রকাশিত হবে ৷

24আওয়ার প্রজেক্ট কী ?

24আওয়ার প্রজেক্ট তরুণ ফোটোগ্রাফার, উচ্চাকাঙ্ক্ষী ফোটোজার্নালিস্ট এবং বিভিন্ন শহরের গল্পবলিয়েদের একত্র করে ৷ 2012 সাল থেকে এই প্রজেক্ট বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশীদারিত্বে কাজ করে আসছে ৷

ABOUT THE AUTHOR

...view details