নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা প্রখ্যাত আইন বিশেষজ্ঞ ফালি এস নরিমান ৷ বয়স হয়েছিল 95 বছর ৷ বুধবার সকালে দিল্লিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
নরিমানের শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "শ্রী ফালি নরিমানজীর অসাধারাণ আইনি মন ছিল ৷ বুদ্ধিজীবীদের মধ্যে অসামান্য ছিলেন তিনি । সাধারণ নাগরিকদের কাছে ন্যায়বিচার সহজলভ্য করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন । তাঁর মৃত্যুতে আমি ব্যথিত । ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল ৷"
বরিষ্ঠ আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বিশিষ্ট আইন বিশেষজ্ঞ নরিমানের মৃত্যুকে 'এক যুগের সমাপ্তি' বলে অভিহিত করেছেন ৷ সোশাল মিডিয়া পোস্টে সিংভি লেখেন, "একটি যুগের সমাপ্তি #ফালিনরিমান চলে গেলেন ৷ একজন জীবন্ত কিংবদন্তি, যিনি চিরকাল আইন ও জনমানসে থেকে যাবেন ৷ সমস্ত বৈচিত্র্যময় কৃতিত্বের ঊর্ধ্বে উঠে নিজের নীতিতে অটল ছিলেন ৷"
1929 সালে 10 জানুয়ারি মায়ানমারের এক পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নরিমান । তিনি 1950 সালে বোম্বে হাইকোর্টে তাঁর আইন অনুশীলন শুরু করেন । তারপর দিল্লি চলে যান ৷ এই সাংবিধানিক আইনজীবী এবং আইনবিদ 1991 সালে পদ্মভূষণ এবং 2007 সালে পদ্মবিভূষণ পান । 1991 থেকে 2010 সাল পর্যন্ত বার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি ৷ এছাড়া 1999-2005 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন । তাঁর দীর্ঘ এবং বর্ণাঢ্য আইনি কর্মজীবনে, নরিমান জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশনের বিখ্যাত মামলা-সহ বেশ কয়েকটি যুগান্তকারী মামলায় যুক্তি দিয়েছিলেন ৷ যা সুপ্রিম কোর্ট দ্বারা বাতিল করা হয়েছিল ।
তাঁর মৃত্যুতে প্রবীণ আইনজীবী মহেশ জেঠমালানি সোশাল মিডিয়ায় লেখেন, "#ফালিনরিমানের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ৷ আইনি দায়বদ্ধতা, দক্ষ সাংসদ হিসেবে তিনি যা করেছেন, তা চিরস্মরণীয় ৷ ভারতীয় বার অ্যাসোসিয়েশন একজন অনুপ্রেরণাদায়ক ও বিশাল ব্যক্তিত্বকে হারাল । তাঁর সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত কাটিয়েছি যা আমি সর্বদাই মনে রাখব । ওনার আত্মা চিরশান্তিতে থাকুক । ওম শান্তি ।"
আরও পড়ুন :
- মামলায় উল্লেখ করা যাবে না আবেদনকারীর জাতি-ধর্ম, কড়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের
- সপ্তাহে দু'বারের বেশি জেলে গিয়ে বন্দিদের সঙ্গে দেখা নয়, রায় সুপ্রিম কোর্টের
- সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের 10টি মূল বক্তব্য