নয়াদিল্লি, 20 জুলাই: তৃতীয়বার ক্ষমতায় ফিরলেও আসন সংখ্যা কমেছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মোদি হাওয়া খানিক ফিকে ৷ সংসদেও গত দশ বছরের তুলনায় খানিক কোনঠাসা বিজেপি ৷ যদিও মোদি ম্যাজিক অব্যহত ৷ সামাজিক মাধ্যম এক্সে (পূর্বে টুইটার) নরেন্দ্র মোদির ফলোয়ারের সংখ্যা ছাড়াল 100 মিলিয়ন বা দশ কোটি ৷ নয়া ‘কীর্তি’তে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক ৷
ফোর্বসের রিপোর্ট বলছে, এই মুহূর্তে সবচেয়ে বেশি ফলোয়ারের তালিকায় বিশ্বে 7 নম্বরে রয়েছেন মোদি ৷ আগেই পিছনে ফেলেছিলেন লেডি গাগা, টেলর সুইফ্টদের ৷ এবার ফলোয়ার সংখ্যায় 10 কোটি ছাড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী ৷ বিশ্বের জননেতাদের তালিকায় এই মুহূর্তে এক নম্বরে রয়েছেন নরেন্দ্র মোদি ৷
এক্সে পোস্টে ইলন মাস্ক লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন ৷ তিনি এক্সে সর্বাধিক অনুসরণ হওয়া বিশ্ব নেতা ৷ মাইক্রোব্লগিং সাইটে 100 মিলিয়ন ফলোয়ার অর্জনের রেকর্ড তৈরি করেছেন তিনি ৷’’
এর আগে 14 জুলাই এক্সে নরেন্দ্র মোদি লিখেছিলেন, ‘‘এক্সে একশো মিলিয়ন ফলোয়ার ! আমি এই প্রাণবন্ত মাধ্যমটিতে থাকতে পেরে আনন্দিত ৷ আলোচনা, বিতর্ক, অন্তর্দৃষ্টি, জনগণের আশীর্বাদ, গঠনমূলক সমালোচনা এবং আরও অনেক কিছুকে লালন করছি । ভবিষ্যতেও সমানভাবে আকর্ষণীয় সময়ের জন্য মুখিয়ে রয়েছি ।’’ প্রধানমন্ত্রী টুইট করেছেন।
বিশ্বনেতাদের তালিকায় এক্সে ফলোয়ারের সংখ্যায় মোদির পেছনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (38.1 মিলিয়ন), দুবাইয়ের শাসক শেখ মহম্মদ (11.2 মিলিয়ন), ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি (2.4 মিলিয়ন) ৷ তালিকায় মোদির আগে রয়েছেন একমাত্র প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (131 মিলিয়ন) ৷
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ এবং সেলিব্রিটিদের তুলনাতেও এগিয়ে প্রধানমন্ত্রী মোদি ৷ বিরাট কোহলি (64.1 মিলিয়ন), ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র (63.6 মিলিয়ন), এবং আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস (52.9 মিলিয়ন) এর চেয়ে বেশি লোক ফলো করেন মোদিকে ।