পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনী বন্ডের বিশদ তথ্য প্রকাশ করবে: রাজীব কুমার - CEC on Electoral Bonds

CEC on Electoral Bonds: এসবিআই থেকে পাওয়া নির্বাচনী বন্ডের বিশদ তথ্য নির্বাচন কমিশন যথাসময়ে প্রকাশ করবে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 6:57 PM IST

জম্মু, 13 মার্চ: নির্বাচন কমিশন নির্বাচনী বন্ড সম্পর্কিত বিশদ তথ্য স্টেট ব্যাংকের থেকে পেয়েছে বলে বুধবার জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ তিনি জানান, সময়মতো সমস্ত প্রাসঙ্গিক তথ্য সবার সঙ্গে শেয়ার করা হবে ।

সুপ্রিম কোর্ট এসবিআই-কে 2019 সালের 12 এপ্রিল থেকে কেনা নির্বাচনী বন্ডের বিশদ তথ্য নির্বাচন কমিশনকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ স্টেট ব্যাংক নির্বাচনী বন্ড ইস্যু করার জন্য অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান । আদালতের সেই নির্দেশ মতো নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে দিয়েছে এসবিআই ৷

সে বিষয়েই বুধবার জম্মুতে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, "এসবিআইয়ের 12 মার্চের মধ্যে তথ্য জমা দেওয়ার কথা ছিল । তারা সময়মতো আমাদের কাছে বিশদ বিবরণ দিয়েছে । আমি ফিরে যাব এবং তথ্য দেখব (এবং) অবশ্যই সময়মতো তা প্রকাশ করব ৷" জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে বুধবার ভূস্বর্গে পৌঁছেছেন রাজীব কুমার ।

তিনি এ দিন আরও বলেন, "আমরা 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত । আমরা সারা দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করব । আমরা জম্মু ও কাশ্মীর-সহ সারা দেশে ভোটারদের উৎসাহের সঙ্গে গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি ৷" প্রতি মুহূর্তের ভুয়ো খবরের জবাব দিতে সব জেলায় সোশাল মিডিয়া সেল প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি । এ ছাড়াও তিনি জানিয়েছেন, সমস্ত প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৷

জম্মু ও কাশ্মীরে ওয়ালেটের মাধ্যমে অনলাইন নগদ ট্রান্সফারের উপর কঠোর নজরদারি রাখা হবে বলে এ দিন জানিয়েছেন রাজীব কুমার । 85 বছরের বেশি বয়সি ব্যক্তিরা এবং যাঁরা বিশেষভাবে সক্ষম, তাঁদের জম্মু ও কাশ্মীরে বাড়িতে ভোট দেওয়ার সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ৷

আরও পড়ুন:

  1. 5 বছরে কেনা হয় 22217 নির্বাচনী বন্ড, রিডিম হয়েছে 22030; সুপ্রিম কোর্টকে জানাল এসবিআই
  2. সুপ্রিম নির্দেশ মেনে তথ্য জমা দিল এসবিআই, প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন
  3. নির্বাচনী বন্ড মামলায় এসবিআইকে ঠিক কী বলেছে সুপ্রিম কোর্ট ? রইল বিস্তারিত

ABOUT THE AUTHOR

...view details