নয়াদিল্লি, 16 মার্চ: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হবে আজই ৷ ভোটের সূচি ঘোষণার কয়েক ঘণ্টা আগে দিনটিকে গুরুত্বপূর্ণ বললেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার । শুক্রবার কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, 17 মার্চ নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে দুপুর 3টে থেকে 2024 সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ 18তম লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, ওড়িশাতে বিধানসভা নির্বাচন হবে ৷ সেই দিনও ঘোষণা করবে নির্বাচন কমিশন ৷
এর আগে 2019 সালে দেশজুড়ে 7 দফায় লোকসভা নির্বাচন হয়েছিল ৷ 11 এপ্রিল থেকে ভোট শুরু হয়ে একমাসেরও বেশি সময় ধরে ভোট চলে 19 মে ভোটগ্রহণ পর্ব শেষ হয় ৷ ফল ঘোষণা হয়েছিল 23 মে ৷ পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হয়েছিল ৷ এবার ক'দফায় লোকসভা নির্বাচন হবে, তা জানা যাবে আজ ৷ এর সঙ্গে উত্তরপূর্বের অরুণাচল প্রদেশ, দক্ষিণের অন্ধ্রপ্রদেশ, পূর্বে ওড়িশা এবং উত্তরে সিকিমে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷
ইতিমধ্যে দেশজুড়ে নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি, কংগ্রেস-সহ অন্য় রাজনৈতিক দলগুলি ৷ মার্চের প্রথম দিকেই তিন-তিন বার রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত, শিলিগুড়িতে চারটি সভা করেছেন ৷ তিনি রাজ্যবাসীর কাছে 42টি আসনেই পদ্ম ফোটার প্রতিশ্রুতি ৷ যদিও তাঁর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে বাংলার 35টি আসনকে টার্গেট করেছিলেন ৷ তবে প্রধানমন্ত্রী সেই সংখ্যা পেরিয়ে পশ্চিমবঙ্গের সব ক'টি লোকসভা আসনকেই নিশানা করেছেন ৷