আমেদাবাদ, 10 এপ্রিল:জল-জঙ্গল-দ্বীপ !দেশের কোথাও কোনও ভোটার যেন নিজের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন ! তাই মোদি রাজ্যের 11টি প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বুথের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন ৷ সে গভীর জঙ্গলই হোক, বা ছোটখাটো দ্বীপ ! রাজ্যের 26টি লোকসভা কেন্দ্রের সবক'টিতেই 7 মে ভোট হবে ৷
গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে এই বিশেষ বুথ তৈরির কাজ শুরু করে দিয়েছে কমিশন ৷ তেমনই একটি দুর্গম এলাকা বানেজ ৷ একেবারে সংরক্ষিত গির অভয়ারণ্যের গভীরে অবস্থিত ৷ সেখানে ভোটারের সংখ্যা মাত্র এক ৷ অর্থাৎ একজনের ভোট দেওয়ার জন্য একটা গোটা বুথ তৈরি করছে কমিশন, তাও আবার গির নামক গভীর জঙ্গলের মধ্যে ৷ ওই ভোটারের নাম মহন্ত হরিদাসজি ৷ তিনি সেখানে শিবের মন্দিরের পুরোহিত ৷
কমিশন সূত্রে জানা গিয়েছে, বানেজের সবচেয়ে কাছের লোকালয়টিও কয়েক কিলোমিটার দূরে ৷ এলাকাটি গির সোমনাথ জেলার অধীনে হলেও বুথটি জুনাগড় লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ৷ গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, "2007 সাল থেকে প্রতি বছর শুধুমাত্র এই একজন ভোটারের জন্য একটি বিশেষ বুথের ব্যবস্থা করা হয় ৷ ওই মন্দিরের কাছে বন দফতরের কার্যালয়টিতেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ এর জন্য একটি বিশেষ দলকে নিযুক্ত করা হয় ৷ তারা নির্দিষ্ট দিনে একজন ভোটারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করে থাকে ৷"
গির সোমনাথের কালেক্টর ডিডি জাদেজা সম্প্রতি বানেজার বুথটি দেখতে গিয়েছিলেন ৷ তিনিই জেলার নির্বাচনী আধিকারিক ৷ তিনি কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ৷ এছাড়া আরও একটি বিশেষ বুথ তৈরি হচ্ছে সাপ নেস বিলিয়া নামের একটি ছোট্ট জায়গায় ৷ সেটিও গির অরণ্যের মধ্যে ৷ এখানেও কাছাকাছি কোনও মানুষের বসবাস নেই ৷