নয়াদিল্লি, 25 এপ্রিল: এমসিসি বা আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে কংগ্রেস-সহ 'ইন্ডিয়া' জোটের একাধিক দল ৷ এই বিষয়ে বিজেপি-র কাছে জবাব চাইল কমিশন ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে প্রথম পদক্ষেপ করল নির্বাচন কমিশন ৷ গত 21 এপ্রিল, রাজস্থানের বাঁসওয়াড়ায় প্রচারে গিয়ে কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে ৷
গত 21 এপ্রিল, রাজস্থানের বাঁসওয়াড়ায় প্রচারে গিয়ে কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ এদিকে কংগ্রেসের কাছ থেকেও জবাব তলব করেছে নির্বাচন কমিশন ৷ দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং ওয়েনাড়ে প্রার্থী রাহুল গান্ধির মন্তব্য নিয়ে বিজেপিও কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে ৷
নির্বাচন কমিশন বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে চিঠিতে জানিয়েছে, কংগ্রেস, 21 এপ্রিল বাঁসওয়াড়ায় প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে কংগ্রেস, সিপিআই এবং সিপিআই (এমএল)অভিযোগ করেছে ৷ এ বিষয়ে দলকে সোমবার জবাব দিতে হবে ৷ কমিশন জে পি নাড্ডাকে আরও জানিয়েছে, দলের তারকা প্রচারকরা যেন অক্ষরে অক্ষরে আদর্শ নির্বাচনী আচরণবিধি মেনে চলেন ৷ নির্বাচন কমিশন এও জানিয়েছে যে, এই প্রথম দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করল কমিশন ৷ একইভাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে চিঠি দিয়েছে কমিশন ৷