পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা, কাশ্মীরেও হতে পারে নির্বাচন ! - Assembly elections schedule - ASSEMBLY ELECTIONS SCHEDULE

Election Commission on Assembly Polls: বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন ৷ কোন কোন রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, তা অবশ্য খোলসা করেনি কমিশন ৷

Election Commission on Assembly Polls
বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা (সৌ: এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 10:09 AM IST

Updated : Aug 16, 2024, 11:59 AM IST

নয়াদিল্লি, 16 অগস্ট: আজ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী পাঁচ মাসের মধ্যে। শুক্রবার এই তিন রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন ৷ সেই সঙ্গে ঘোষণা হতে পারে জম্মু-কাশ্মীরের নির্বাচনের নির্ঘণ্টও ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাসের মধ্যে ভোট করতে হবে উপত্যকায়। সুতরাং সেখানেও ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন ৷

এদিন বিকেল তিনটে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন ৷ তবে কোন কোন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে কমিশনের তরফে জানানো হয়নি ৷ হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 3 এবং 26 নভেম্বর ৷ ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর জানুয়ারি মাসে ৷ সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমাকে মাথায় রেখে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন 30 সেপ্টেম্বরের আগে করার পরিকল্পনা করেছে কমিশন ৷ সুতরাং ওয়াকিবহল মহলের ধারণা, এই রাজ্যগুলির ভোটের তারিখ ঘোষণা করতে পারে কমিশন ৷

ইতিমধ্যেই, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভোটের প্রস্তুতির তদারকি করতে সম্প্রতি জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা সফর করেছে ৷ যদিও এখনও মহারাষ্ট্র সফরে যায়নি কমিশন ৷ এর আগে জম্মুতে এক সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছিলেন, জম্মু ও কাশ্মীরের জনগণ দ্রুত তাদের জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে। এর আগে শীর্ষ আদালত কেন্দ্রকে চলতি বছর 30 সেপ্টেম্বরের আগে নির্বাচন করানোর নির্দেশ দিয়েছিল।

জম্মু ও কাশ্মীর 2018 সালের জুন থেকে নির্বাচিত সরকার ছাড়াই রয়েছে ৷ পিডিপি-বিজেপি জোটের শেষ নির্বাচিত সরকার ছিল সেখানে ৷ বিজেপি মেহবুবা মুফতির থেকে সমর্থন প্রত্যাহার করার পর সেই সরকার পড়ে যায় ৷ জম্মু ও কাশ্মীরে ছয় মাসের জন্য রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছিল ৷ যা পরে বিজেপি নেতৃত্বাধীন সরকার 370 ধারা বাতিল করার পরে এবং জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পরে বাড়ানো হয়েছিল। 5 অগস্ট, 2019 থেকে সেখানে উপরাজ্যপাল এবং তাঁর উপদেষ্টা দ্বারা পরিচালিত হয়।

অন্যদিকে, পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি বিধানসভা আসন ফাঁকা হয়েছে ৷ লোকসভা ভোটের পর রাজ্যে প্রায় 10টি বিধানসভা আসন ফাঁকা হয়েছে ৷ সেগুলিতেও উপনির্বাচন ঘোষণা হতে পারে এদিন ৷ উত্তর 24 পরগনা জেলার হারোয়া এবং নৈহাটির বিধানসভা, কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালডাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট এবং মেদিনীপুরের বিধায়করা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার পর শূন্য হয়েছে আসনগুলি।

তৃণমূলের জুন মালিয়া এবং পার্থ ভৌমিক যথাক্রমে মেদিনীপুর এবং নৈহাটির বিধায়ক ছিলেন ৷ লোকসভা ভোটে জিতে দু'জনেই এখন সংসদে ৷ সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া এবং তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তীও সাংসদ হয়েছে ৷ অন্যদিকে, হারোয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন এবার ৷ বিজেপির মনোজ টিগ্গাও আলিপুরদুয়ার কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন ৷ সেই আসনগুলিতে উপনির্বাচন ঘোষণা হতে পারে ৷ অন্যদিকে, ওয়েনাড আসনটি রাহুল গান্ধি ছেড়ে দেওয়ায় সেখানেও উপনির্বাচন রয়েছে ৷

Last Updated : Aug 16, 2024, 11:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details