নয়াদিল্লি, 16 অগস্ট: আজ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী পাঁচ মাসের মধ্যে। শুক্রবার এই তিন রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন ৷ সেই সঙ্গে ঘোষণা হতে পারে জম্মু-কাশ্মীরের নির্বাচনের নির্ঘণ্টও ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাসের মধ্যে ভোট করতে হবে উপত্যকায়। সুতরাং সেখানেও ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন ৷
এদিন বিকেল তিনটে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন ৷ তবে কোন কোন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে কমিশনের তরফে জানানো হয়নি ৷ হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 3 এবং 26 নভেম্বর ৷ ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর জানুয়ারি মাসে ৷ সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমাকে মাথায় রেখে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন 30 সেপ্টেম্বরের আগে করার পরিকল্পনা করেছে কমিশন ৷ সুতরাং ওয়াকিবহল মহলের ধারণা, এই রাজ্যগুলির ভোটের তারিখ ঘোষণা করতে পারে কমিশন ৷
ইতিমধ্যেই, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভোটের প্রস্তুতির তদারকি করতে সম্প্রতি জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা সফর করেছে ৷ যদিও এখনও মহারাষ্ট্র সফরে যায়নি কমিশন ৷ এর আগে জম্মুতে এক সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছিলেন, জম্মু ও কাশ্মীরের জনগণ দ্রুত তাদের জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে। এর আগে শীর্ষ আদালত কেন্দ্রকে চলতি বছর 30 সেপ্টেম্বরের আগে নির্বাচন করানোর নির্দেশ দিয়েছিল।