নয়াদিল্লি, 17 জুন:মুসলিম ধর্মের প্রধান উৎসবগুলির মধ্যে অন্যতম বকরি ঈদ ৷ একে ঈদ-উল-আধা বা ঈদুজ্জোহাও বলা হয় । দেশজুড়ে আজ পালিত হচ্ছে ঈদ । দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদ-উল-আধা উপলক্ষে সকাল সকাল নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের ছোট থেকে বড় সকলে । নমাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে চলল ঈদের শুভেচ্ছা বিনিময় । ঈদকে ঘিরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে জামা মসজিদ চত্বরে । দেশ-বিদেশ থেকে মানুষ জামা মসজিদ পরিদর্শন ও নমাজ পড়তে আসেন ঈদের দিন । বকরি ঈদ উপলক্ষে ঠাসা ভিড় দিল্লির বাজারগুলিতে ৷
মুসলিম সম্প্রদায়ের সব মানুষকে এদিন বকরি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতি সোশাল মিডিয়ায় লিখেছেন, "সকল দেশবাসীকে, বিশেষ করে দেশ-বিদেশে বসবাসরত মুসলিম ভাই-বোনদের জানাই ঈদুজ্জোহার শুভেচ্ছা ৷ ত্যাগের এই উৎসব আমাদের সবার সঙ্গে, বিশেষ করে দরিদ্র মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার বার্তা দেয় । ঈদ উপলক্ষে আসুন আমরা সকল দেশবাসী বিশেষ করে বঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার করি ।"
মোদি লেখেন, "ঈদ-উল-আধার শুভেচ্ছা ৷ এই বিশেষ অনুষ্ঠানটি আমাদের সমাজে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করুক । সবাই সুখী ও সুস্থ থাকুক ।" পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে ৷