ভোপাল, 13 এপ্রিল: পেরিয়েছে 20 ঘণ্টা ৷ এখনও 70 ফুট গভীর বোরওয়েলের ভিতরে আটকে 6 বছরের শিশুটি ৷ রাত থেকে তাকে উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও স্থানীয় প্রশাসন ৷ তবে এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যপ্রদেশের রেওয়া জেলায় মণিকা গ্রামে ৷ মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, "আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি ।"
জানা গিয়েছে, শুক্রবার বিকেল 3টে নাগাদ খেলতে খেলতে হঠাতই উত্তরপ্রদেশ সীমান্তের কাছে মণিকা গ্রামে মুখ খোলা বোরওয়েলে পড়ে যায় শিশুটি । খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ এসে উদ্ধার কাজ শুরু করে ৷ শিশুটিকে উদ্ধার করার জন্য একটি সমান্তরাল গর্ত খনন করা হচ্ছে । বারাণসী থেকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি দলকে ডাকা হয়েছে ৷ অসময়ের বৃষ্টি উদ্ধার অভিযানকে প্রভাবিত করেছে । মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লাকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে ৷