নয়াদিল্লি, 21 মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকরা ৷ দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ইডি আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছেছেন বলে জানা গিয়েছে ৷ ইডি সূত্রে খবর, এদিন সন্ধ্যা সাতটা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে যান কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা ৷ এরপরই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷
ইডি সূত্রে খবর, দিল্লির আবগারি দুর্নীতি মামলাতেই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছেছে আধিকারিকরা ৷ এদিন সন্ধ্যায় দিল্লি পুলিশের ডিএসপিকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে এজেন্সির অফিসাররা পৌঁছয় বলে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, এদিন সকালেই দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের রক্ষাকবচের আর্জি খারিজ করে দেয় ৷ এরপরই দেখা যায় সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে নোটিশ নিয়ে হাজির হয়ে যায় ইডি আধিকারিকরা ৷ অন্যদিকে, আপ সূত্রে খবর, দিল্লি হাইকোর্টের রক্ষাকবচ না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷
যদিও এজেন্সির যে টিম কেজরিওয়ালের বাসভবনে গিয়েছে, তাদের দাবি, মুখ্যমন্ত্রীকে মামলায় সমন দেওয়ার জন্যই তারা এসেছে। এজেন্সির আধিকারিকদের তরফে মুখ্যমন্ত্রীর বাসভবনের কর্মীদেরও জানানো হয়েছে তাদের কাছে, সার্চ ওয়ারেন্টের পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্য সমনও রয়েছে ৷ আম আদমি পার্টি (আপ) প্রধান এর আগে এই মামলায় ইডি'র একাধিক সমন এড়িয়ে গিয়েছেন। এর আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইট এবং বিচারপতি মনোজ জৈনের বেঞ্চ কেজরিওয়ালকে এই মামলায় কোনও সুরক্ষা দেয়নি ৷
প্রসঙ্গত, মামলাটি 2021-22-এ দিল্লি সরকারের আবগারি নীতি প্রণয়ন এবং কার্যকর করার ক্ষেত্রে কথিত দুর্নীতি এবং অর্থপাচারের সঙ্গে সম্পর্কিত ৷ আপ নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং এই মামলায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এই মুহূর্তে। ইডি'র দায়ের করা চার্জশিটে একাধিকবার কেজরিওয়ালের নাম উল্লেখও করা হয়েছে। সংস্থার অভিযোগ, অভিযুক্তরা আবগারি নীতি প্রণয়নের জন্য কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করেছিল ৷ ইডি অভিযোন প্রসঙ্গে, দিল্লির আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, "পুলিশ রয়েছে ৷ ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ দিল্লির জনতা সব দেখছে ৷ এটা স্পষ্ট মুখ্যমন্ত্রীকে গ্রেফতরা করার প্রথম পদক্ষেপ ৷"
আরও পড়ুন:
- ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করলেও প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস, দাবি সোনিয়ার - Lok Sabha Elections
- নজরে মত প্রকাশের স্বাধীনতা, কেন্দ্রের ফ্যাক্ট চেকিং ইউনিটের কাজ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট - SC Stays Notification Of Centre