পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'কেজরিই দুর্নীতির কিংপিন', 7 দিনের ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী - Arvind Kejriwal Arrest Updates - ARVIND KEJRIWAL ARREST UPDATES

Arvind Kejriwal Arrest Updates: অরবিন্দ কেজরিওয়ালকে তোলা হল রাউস অ্যাভিনিউ আদালতে ৷ ইডি দাবি করে যে, দিল্লির মুখ্যমন্ত্রীই আবগারি কেলেঙ্কারির মূল চক্রী ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 4:06 PM IST

Updated : Mar 22, 2024, 8:37 PM IST

নয়াদিল্লি, 22 মার্চ: দিল্লির আবগারি কেলেঙ্কারির মূল চক্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে ধৃত মুখ্যমন্ত্রীকে পেশ করে এমনই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তারা কেজরিওয়ালের 10 দিনের হেফাজতের জন্য আদালতে আবেদন জানিয়েছিল ৷ তবে দু'পক্ষের বক্তব্য শোনার পর তাঁকে সাতদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

এ দিন ইডি আদালতে বিশেষ বিচারক কাবেরি বাওয়েজাকে বলে যে, কেজরিওয়াল দিল্লির আবগারি নীতি 2021-22 প্রণয়ন ও বাস্তবায়নের জন্য 'দক্ষিণ গ্রুপ' থেকে কয়েক কোটি টাকা পেয়েছেন । দিল্লির মুখ্যমন্ত্রীকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করে ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে বলেন, পঞ্জাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 'দক্ষিণ গোষ্ঠী'র কয়েকজন অভিযুক্তের কাছ থেকে 100 কোটি টাকা দাবি করেন কেজরিওয়াল ৷ এর মধ্যে 45 কোটি টাকা গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইডি ৷ আসামি ও সাক্ষীদের বক্তব্য ও কল ডিটেইল রেকর্ড (সিডিআর) থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানান এএসজি ।

আম আদমি পার্টির প্রধানকে আজ দুপুর 2টোর দিকে আদালতে হাজির করা হয় । এএসজি রাজু আদালতকে বলেন, "আমরা 10 দিনের রিমান্ডের আবেদন করেছি ।" তিনি আদালতকে আরও বলেন যে, আপ কোনও ব্যক্তি নয়, একটি সংস্থা এবং সংস্থার আচরণের জন্য দায়ী সেই সংস্থার প্রত্যেক ব্যক্তি । কেজরিওয়ালের পক্ষে লড়ছেন শীর্ষ আইনজীবী অভিষেক মনু সিংভি ।

প্রসঙ্গত, আজই সুপ্রিম কোর্ট বিআরএস নেত্রী কে কবিতাকে জামিন দিতে অস্বীকার করেছে ৷ দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি । বিচারপতি সঞ্জীব খান্না, এমএম সুন্দ্রেশ এবং বেলা এম ত্রিবেদীর বেঞ্চ কবিতাকে ট্রায়াল কোর্টে যেতে বলেছে ৷ আদালতের বক্তব্য, তারা প্রোটোকল এড়িয়ে নির্দেশ দিতে পারে না ৷

বেঞ্চ বলেছে যে, কবিতার আবেদনটি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) এর বিধানগুলিকে চ্যালেঞ্জ করে, আদালত ইডিকে নোটিশ জারি করছে এবং ছয় সপ্তাহের মধ্যে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছে ৷

তেলেঙ্গানা বিধান পরিষদের সদস্য এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতাকে 15 মার্চ গ্রেফতার করা হয়েছিল এবং এই মামলায় 23 মার্চ পর্যন্ত ইডির হেফাজতে পাঠানো হয় তাঁকে ৷

আরও পড়ুন:

  1. শীর্ষ আদালতে জামিন খারিজ, আবগারি দুর্নীতিতে ইডি হেফাজতেই কবিতা
  2. 'নিজের কৃতকর্মের ফল', কেজরির গ্রেফতারিতে তাঁকেই দুষলেন আন্না হাজারে
  3. গণতন্ত্রের উপর নির্মম আঘাত, কেজরি'র গ্রেফতারিতে সরব মমতা
Last Updated : Mar 22, 2024, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details