নয়াদিল্লি, 22 মার্চ: দিল্লির আবগারি কেলেঙ্কারির মূল চক্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে ধৃত মুখ্যমন্ত্রীকে পেশ করে এমনই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তারা কেজরিওয়ালের 10 দিনের হেফাজতের জন্য আদালতে আবেদন জানিয়েছিল ৷ তবে দু'পক্ষের বক্তব্য শোনার পর তাঁকে সাতদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷
এ দিন ইডি আদালতে বিশেষ বিচারক কাবেরি বাওয়েজাকে বলে যে, কেজরিওয়াল দিল্লির আবগারি নীতি 2021-22 প্রণয়ন ও বাস্তবায়নের জন্য 'দক্ষিণ গ্রুপ' থেকে কয়েক কোটি টাকা পেয়েছেন । দিল্লির মুখ্যমন্ত্রীকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করে ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে বলেন, পঞ্জাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 'দক্ষিণ গোষ্ঠী'র কয়েকজন অভিযুক্তের কাছ থেকে 100 কোটি টাকা দাবি করেন কেজরিওয়াল ৷ এর মধ্যে 45 কোটি টাকা গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইডি ৷ আসামি ও সাক্ষীদের বক্তব্য ও কল ডিটেইল রেকর্ড (সিডিআর) থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানান এএসজি ।
আম আদমি পার্টির প্রধানকে আজ দুপুর 2টোর দিকে আদালতে হাজির করা হয় । এএসজি রাজু আদালতকে বলেন, "আমরা 10 দিনের রিমান্ডের আবেদন করেছি ।" তিনি আদালতকে আরও বলেন যে, আপ কোনও ব্যক্তি নয়, একটি সংস্থা এবং সংস্থার আচরণের জন্য দায়ী সেই সংস্থার প্রত্যেক ব্যক্তি । কেজরিওয়ালের পক্ষে লড়ছেন শীর্ষ আইনজীবী অভিষেক মনু সিংভি ।