নয়াদিল্লি, 30 জানুয়ারি: নারীর নেতৃত্বাধীন উন্নয়নকে প্রধান অগ্রাধিকার দেওয়া হল অর্থনৈতিক রিপোর্টে ৷ ভারতীয় অর্থনীতির উপর বিস্তৃত পর্যালোচনা করে 74 পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছে অর্থ মন্ত্রক ৷ এই রিপোর্টে গত এক দশকে দেশের অর্থনৈতিক গতিপথের একটি বিশদ মূল্যায়ন প্রস্তাব করা হয়েছে ৷ 'দ্য ইন্ডিয়ান ইকোনমি: অ্যা রিভিউ' এই শিরোনামে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ৷ অর্থনৈতিক বিষয় বিভাগ দ্বারা প্রকাশিত এই রিপোর্টে বিভিন্ন বিষয়ের দিকে নজর দেওয়া হয়েছে ৷ যার মধ্যে দ্বিতীয় অধ্যায়ে 'নারীর নেতৃত্বাধীন উন্নয়ন: ভারতের জন্য জেন্ডার ডিভিডেন্ড ট্যাপিং'-এর উপর সবচেয়ে বেশি গুরুত্ব গুরুত্ব আরোপ করা হয়েছে।
এই রিপোর্টে ভারতের জি20 প্রেসিডেন্সির সঙ্গে সামঞ্জস্য রেখে 2023 সালের সেপ্টেম্বরে নারী সংরক্ষণ বিল -নারী শক্তি বন্দন অধিনিয়াম (এনএসভিএ) পাশ হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে ৷ যেখানে নারীর নেতৃত্বাধীন উন্নয়ন হল প্রধান অগ্রাধিকার । এনএসভিএ পঞ্চায়েতগুলিতে মহিলাদের এক-তৃতীয়াংশ সংরক্ষণ প্রদান করে ৷ এনএসভিএ'কে কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ানো ও উন্নত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং বৃহত্তর সম্ভাবনার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হয় ।
প্রধানমন্ত্রী জন ধন যোজনার মতো উদ্যোগগুলির ফলে মহিলারা বেশি পরিমাণে ব্যাংক অ্যাকাউন্ট খুলে আর্থিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ৷ মহিলাদের নেতৃত্বাধীন স্ব-সহায়ক গোষ্ঠীগুলি নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতায়নে ইতিবাচক প্রভাব ফেলেছে ৷ যেমনটা আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, উন্নত সামাজিক নেটওয়ার্ক এবং জীবিকা বৈচিত্র্য হিসাবে বিভিন্ন সূচকের মাধ্যমে দেখা গিয়েছে ।