পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সিকিম-অরুণাচলে এগিয়ে এল বিধানসভার ভোটগণনার দিন, বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের - Lok Sabha Elections

Election Commission of India: অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন পরিবর্তন হল ৷ রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ভোটগণনার দিন 4 জুন থেকে 2 জুন করা হল তা জানাল নির্বাচন কমিশন ৷

নির্বাচন কমিশন
Election Commission of India

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 5:35 PM IST

Updated : Mar 17, 2024, 6:04 PM IST

নয়াদিল্লি, 17 মার্চ:শনিবার 18তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ গতকালই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার লোকসভা নির্বাচনের নির্ঘণ্টের সঙ্গে দেশের চার রাজ্যে বিধানসভার ভোটের নির্ঘণ্টও ঘোষণা করেছেন। লোকসভার সঙ্গেই ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগণনা 4 জুন হবে বলে ঘোষণা করেছিল কমিশন। তবে 24 ঘণ্টার মধ্যে উত্তর-পূর্বের দুই রাজ্যের ভোটগণনার দিন পরিবর্তিত হল। রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ভোটগণনার পরিবর্তিত ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ 2 জুন ওই দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলঘোষণা ৷

ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এদিনের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2 জুন দুই রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তাই ভারতীয় সংবিধান অনুযায়ী ওই মেয়াদ শেষ হওয়ার আগে ভোট পর্ব শেষ করতে হবে। তাই প্রথমে 4 জুন ভোটগণনার কথা ঘোষণা করেও তা পরিবর্তন করতে হল ৷ উল্লেখ্য, শুধুমাত্র বিধানসভা নির্বাচনেরই ভোটগণনার দিন পরিবর্তন করা হয়েছে এই দুই রাজ্যে। লোকসভা নির্বাচনের ভোটগণনার দিন পরিবর্তন করা হয়নি। বাকি রাজ্যগুলির সঙ্গে এই দুই রাজ্যেও লোকসভার ভোটগণনা হবে 4 জুন।

অরুণাচল প্রদেশ এবং সিকিমের নির্বাচনের সময়সূচিতেও কোনও পরিবর্তন হবে না বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে ৷ উল্লেখ্য, 543 আসনের লোকসভা নির্বাচনের দিন অর্থাৎ 19 এপ্রিলই ভোট হবে এই দুই রাজ্যে এই দিনে কোনও পরিবর্তন হয়নি ৷ আর অরুণাচল ও সিকিমে এক দফাতেই ভোট ৷ সেকথা আগেই জানিয়েছে কমিশন ৷ সেইসঙ্গে দুই রাজ্যের ভোটাররাও বিধানসভা নির্বাচনে অংশ নেবেন ৷ প্রসঙ্গত, উত্তর-পূর্বের এই দুই রাজ্যের সঙ্গে বিধানসভা নির্বাচনের সঙ্গে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে ।

আরও পড়ুন:

  1. এক নেতা-এক ধর্মে নয়; মানুষের রায় হোক বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি রক্ষায়: সাগরিকা ঘোষ
  2. লোকসভা নির্বাচনের জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন পরিবর্তন ?
  3. চার 'ম'-এর গেরোয় হাঁসফাঁস অবস্থা নির্বাচন কমিশনের, মোকাবিলার নিদানও দিলেন রাজীব
Last Updated : Mar 17, 2024, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details