কোহিমা, 20 এপ্রিল: নাগাল্যান্ডের ছয়টি জেলায় নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও) যে অনির্দিষ্টকালের বনধের ডাক দিয়েছিল, তা শনিবার তারা তুলে নিয়েছে ৷ শুক্রবার নাগাল্যান্ডে লোকসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয় ৷ ওই রাজ্যের ছ’টি জেলায় কেউই ভোট দিতে আসেননি ৷ আসলে ওই ছ’টি জেলাতেই অনির্দিষ্টকালের বনধের ডাক দিয়েছিল ইএনপিও ৷ ভোটপর্ব মিটতেই বনধ তুলে নিল এই সংগঠন ৷
শনিবার ওই সংগঠনের তরফে এক বিবৃতি জারি করা হয় ৷ সেখানেই এই বিষয়টি জানানো হয় ৷ পাশাপাশি তাদের বনধের জন্য সাধারণ মানুষ যে সমস্যায় পড়েছেন, তার জন্য তারা দুঃখিত ৷ উল্লেখ্য, গত 18 এপ্রিল সকাল 6টায় এই বনধ শুরু হয়েছিল ইএনপিও-র ডাকে ৷
নাগাল্যান্ডে লোকসভার আসন একটি ৷ শুক্রবার ওই আসনে ভোট হয় ৷ সেখানে 57 শতাংশ ভোট পড়েছে ৷ কিন্তু এই হিসেব নাগাল্যান্ডের ছ’টি জেলা - কিফিরে, লংলেং, সোম, নকলাক, শামাতোর ও তুয়েনসাং ছাড়া ৷ কারণ, ওই ছ’টি জেলার 738টি পোলিং স্টেশনে কেউই ভোট দিতে আসেননি ৷ ভোটকর্মীরা সারাদিন অপেক্ষা করেছিলেন ৷ কিন্তু সেখানকার 4 লক্ষ ভোটারের মধ্যে একটি লোকও সেখানে আসেননি ৷