পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাগাল্যান্ডের ছয় জেলায় শূন্য ভোটদানের পরদিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ইএনপিও-র - ENPO Lifts Shutdown - ENPO LIFTS SHUTDOWN

ENPO Lifts Shutdown: ইএনপিও-র নিষেধাজ্ঞার জেরে শুক্রবার নাগাল্যান্ডের ছ’টি জেলার ভোটাররা ভোট প্রক্রিয়ায় অংশ নেননি ৷ ভোট শেষ হওয়ার পরদিন, শনিবার নিষেধাজ্ঞা তুলে নিল ইএনপিও ৷

LOK SABHA ELECTION 2024
LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 6:45 PM IST

কোহিমা, 20 এপ্রিল: নাগাল্যান্ডের ছয়টি জেলায় নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও) যে অনির্দিষ্টকালের বনধের ডাক দিয়েছিল, তা শনিবার তারা তুলে নিয়েছে ৷ শুক্রবার নাগাল্যান্ডে লোকসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয় ৷ ওই রাজ্যের ছ’টি জেলায় কেউই ভোট দিতে আসেননি ৷ আসলে ওই ছ’টি জেলাতেই অনির্দিষ্টকালের বনধের ডাক দিয়েছিল ইএনপিও ৷ ভোটপর্ব মিটতেই বনধ তুলে নিল এই সংগঠন ৷

শনিবার ওই সংগঠনের তরফে এক বিবৃতি জারি করা হয় ৷ সেখানেই এই বিষয়টি জানানো হয় ৷ পাশাপাশি তাদের বনধের জন্য সাধারণ মানুষ যে সমস্যায় পড়েছেন, তার জন্য তারা দুঃখিত ৷ উল্লেখ্য, গত 18 এপ্রিল সকাল 6টায় এই বনধ শুরু হয়েছিল ইএনপিও-র ডাকে ৷

নাগাল্যান্ডে লোকসভার আসন একটি ৷ শুক্রবার ওই আসনে ভোট হয় ৷ সেখানে 57 শতাংশ ভোট পড়েছে ৷ কিন্তু এই হিসেব নাগাল্যান্ডের ছ’টি জেলা - কিফিরে, লংলেং, সোম, নকলাক, শামাতোর ও তুয়েনসাং ছাড়া ৷ কারণ, ওই ছ’টি জেলার 738টি পোলিং স্টেশনে কেউই ভোট দিতে আসেননি ৷ ভোটকর্মীরা সারাদিন অপেক্ষা করেছিলেন ৷ কিন্তু সেখানকার 4 লক্ষ ভোটারের মধ্যে একটি লোকও সেখানে আসেননি ৷

ইনপিও, যারা পৃথক ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরির দাবি দীর্ঘদিন ধরে জানাচ্ছে ৷ তারা ভোটের আগে অনির্দিষ্টকালের জন্য বনধের ডাক দেয় ৷ সেই কারণেই কেউ ভোট দিতে যায়নি ৷ ওই এলাকায় নাগাল্যান্ড বিধানসভায় 20 জন বিধায়ক আছেন ৷ তাঁরাও ভোটের দিন নিষ্ক্রিয় ছিলেন বলে জানা গিয়েছে ৷

ভোটদানে বিরত থাকার ডাক দেওয়ায় ইএনপিও-র বিরুদ্ধে ব্য়বস্থা নিতে পারে নির্বাচন কমিশন ৷ কিন্তু ইএনপিও-র দাবি, অসামাজিক কাজ বেড়ে যাওয়ায় তারা এই বনধের ডাক দিয়েছিল ৷

আরও পড়ুন:

  1. ইম্ফলে ভোটকেন্দ্রের বাইরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার 3
  2. বিস্ফোরণে বস্তার লোকসভা কেন্দ্রে প্রাণ গেল সিআরপিএফ জওয়ানের
  3. 'সাইলেন্স পিরিয়ড' কী ও কেন ? প্রথম দফার ভোটের আগে একনজরে কিছু জরুরি তথ্য

ABOUT THE AUTHOR

...view details