পটনা, 17 ফেব্রুয়ারি:পরপর ভূমিকম্প সোমের সকালে ৷ প্রথমে সকাল 5.36 নাগাদ কেঁপে ওঠে দিল্লি ৷ এদিনে রাজধানীর কম্পনের মাত্রা রিখটার স্কেলে 4.0 ৷ এরপরই সকাল 8.02-এ কেঁপে ওঠে বিহার ৷ বাংলার প্রতিবেশী রাজ্যে বিহারে সিওয়ান ভূমিকম্পের উৎসস্থল ৷ এখানেও দেশের রাজধানীর মতো কম্পনের মাত্রা রিখটার স্কেলে 4.0, জানা গিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে ৷
এদিন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে সিওয়ানের ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের অবস্থান ৷ এলাকাবাসীরা প্রাণের ভয়ে ঘর ছেড়ে দ্রুত রাস্তায় বেরিয়ে পড়েন ৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে ৷ তবে, দিল্লিতে ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের শান্ত এবং সতর্ক থাকার আর্জি জানান ৷