কাসারাগোদ, 9 ফেব্রুয়ারি: ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন এমএস স্বামীনাথন ৷ আর সেই প্রসঙ্গে তাঁর মেয়ে সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, তিনি গর্বিত এবং খুশি যে তাঁর বাবাকে ভারতরত্ন দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কৃষক এবং সাধারণ মানুষের জন্য কাজ করার স্বীকৃতি হিসাবে এমএস স্বামীনাথনকে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার দেওয়া হচ্ছে বলেই দেখা উচিৎ। সৌম্যা স্বামীনাথন শুক্রবার সংবাদমাধ্যমকে জানান, তাঁর বাবা বেঁচে থাকতে এই সম্মান পেলে তিনি আরও খুশি হতেন।
এদিন সৌম্যা স্বামীনাথন বলেন, "আমি নিশ্চিত তাঁর জীবদ্দশায় খবরটি আসত তিনি আরও খুশি হতেন। কিন্তু তিনি কখনও এমন কেউ ছিলেন না যিনি পুরস্কারের জন্য কাজ করেছেন বা স্বীকৃতির জন্য অপেক্ষা করেছেন। তিনি সব সময় তৃণমূল স্তরে কাজ করেছেন ৷ আর তারই ফল তিনি পেলেন ৷"
উল্লেখ্য, দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ঘোষণা করেছেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং ও পিভি নরসিমা রাও এবং ডক্টর এমএস স্বামীনাথনকে এই সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কৃষি, কৃষকদের কল্যাণ, জাতি গঠন এবং অর্থনৈতিক সংস্কারে তাঁদের অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের ভারতরত্ন দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী । এদিন একের পর এক টুইটে তিন ভারতরত্ন প্রাপকের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
প্রথম টুইটে তিনি লেখেন, "এটা আমাদের সরকারের সৌভাগ্য যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হচ্ছে । এই সম্মান দেশের জন্য তাঁর অতুলনীয় অবদানের কারণে উৎসর্গ করা হয়েছে । তিনি তাঁর পুরো জীবন উৎসর্গ করেছিলেন কৃষকদের অধিকার ও কল্যাণের জন্য । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হোক বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকr একজন বিধায়ক হিসেবেও তিনি সর্বদা দেশ গড়ার প্রেরণা দিয়েছেন । জরুরি অবস্থার বিরুদ্ধেও তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন । আমাদের কৃষক ভাই ও বোনেদের জন্য তাঁর অবদান এবং জরুরি অবস্থার সময় গণতন্ত্রের প্রতি তাঁর প্রতিশ্রুতি সমগ্র জাতির জন্য অনুপ্রেরণাদায়ক ।"