নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুলে ই-মেলে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে ৷ শুক্রবার দিল্লি পুলিশ এই খবর জানিয়েছে ৷ দিল্লি পুলিশ আরও জানিয়েছে, বোমা রাখার ই-মেল আসার সঙ্গে সঙ্গেই স্কুল খালি করে দেওয়া হয় ৷ তার পর স্কুলে তল্লাশি অভিযান চালানো হয় বোমার সন্ধানে ৷ দিল্লি পুলিশের একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে স্কুলে বোমা থাকার খবর আসতেই ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড পাঠানো হয় ৷
স্কুলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বোমাতঙ্ক ছড়ানোর ই-মেলটি সকাল 9টা নাগাদ আসে ৷ ওই ই-মেলে জানানো হয় যে স্কুলে দু’টি বোমা রাখা হয়েছে ৷ সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে স্কুল খালি করে দেয় ৷ তার পর শুরু হয় তল্লাশি অভিযান ৷
অন্যদিকে পুলিশের তরফে ই-মেল নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ কোন আইপি অ্যাড্রেস থেকে এই ই-মেল পাঠানো হয়েছিল, সেটা পুলিশ খতিয়ে দেখছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বোমার সন্ধান মেলেনি ৷ প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটা ভুয়ো বোমাতঙ্ক ৷ তবে তারা কোনোরকম ঝুঁকি নিতে নারাজ ৷ এদিকে বোমাতঙ্কের খবর স্কুলে আতঙ্ক ছড়ায় ৷ অনেক অভিভাবক স্কুলের সামনে পৌঁছে যায় ৷