পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সিগারেট থেকে ঘরে আগুন ! দগ্ধ হয়ে মৃত্যু চিকিৎসকের - DOCTOR BURNT ALIVE IN RAJASTHAN

জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল সরকারি আয়ুর্বেদ হাসপাতালের চিকিৎসকের ৷ সিগারেট থেকে আগুন লাগে সরকারি আয়ুর্বেদ হাসপাতালের চিকিৎসকের ঘরে ৷

DOCTOR BURNT ALIVE IN RAJASTHAN
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2025, 11:34 AM IST

জালোর (রাজস্থান), 4 ফেব্রুয়ারি: সিগারেট থেকে ঘরে আগুন, যার জেরে দগ্ধ হয়ে মৃত্যু হল সরকারি আয়ুর্বেদ হাসপাতালের চিকিৎসকের ৷ সোমবার সকালে আচমকায় স্থানীয়রা তাঁর ঘর থেকে ধোঁয়া বেরতে দেখেন ৷ সন্দেহ হতে পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে ৷ জয়পুরের সরকারি আয়ুর্বেদ হাসপাতালে তিনি কর্মরত ছিলেন ৷

জানা গিয়েছে, ওই চিকিৎসকের হাঁটুতে সমস্যা ছিল ৷ স্থানীয় বিষনগড় থানার পুলিশের প্রাথমিক অনুমান, সিগারেট থেকেই থেকে ঘরে আগুন লাগে ৷ যেহেতু হাঁটুতে সমস্যা ছিল তাই উঠতে পারেরনি তাই দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে চিকিৎসকের ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চিকিৎসকের নাম মুরারিলাল মীনা (45) ৷ তিনি 2021 সাল থেকে জালোরের উমেদাবাদের সরকারি আয়ুর্বেদ হাসপাতালে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন ৷ তাঁর মৃ্ত্যুর খবরে পরিবারের সদস্যদের ডাকা হয়।

ঘটনার খবর পেয়ে বিষনগড় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ ময়নাতদন্তের পর ওই চিকিৎসকের দেহ পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে। বিষনগড় থানার আধিকারিক নিম্বারাম জানান, চিকিৎসক মুরারিলাল মীনা (45 বছর) 4 বছর ধরে উমেদাবাদের আয়ুর্বেদ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি তাঁর ছেলে ও স্ত্রীকে নিয়ে হাসপাতালের পিছনেই ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে আশেপাশের লোকজন উমেদাবাদ পুলিশ পোস্টে খবর দেয়।

এরপরই জালোরের ডিএসপি গৌতম জৈন এবং বিষনগড় থানার অফিসার নিম্বারাম ঘটনাস্থলে যান। তিনি জানান, সিগারেট থেকেই আগুন লেগেছে ৷ যেহেতু তাঁর হাঁটুতে অসুবিধা ছিল তাই দ্রুত হাঁটা-চলা করতে পারতেন না ৷ সেইসময় চিকিৎসক ঘুমিয়ে ছিলেন। বিছানা থেকে উঠতে না-পারার কারণেই তাঁর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৷

ABOUT THE AUTHOR

...view details