জালোর (রাজস্থান), 4 ফেব্রুয়ারি: সিগারেট থেকে ঘরে আগুন, যার জেরে দগ্ধ হয়ে মৃত্যু হল সরকারি আয়ুর্বেদ হাসপাতালের চিকিৎসকের ৷ সোমবার সকালে আচমকায় স্থানীয়রা তাঁর ঘর থেকে ধোঁয়া বেরতে দেখেন ৷ সন্দেহ হতে পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে ৷ জয়পুরের সরকারি আয়ুর্বেদ হাসপাতালে তিনি কর্মরত ছিলেন ৷
জানা গিয়েছে, ওই চিকিৎসকের হাঁটুতে সমস্যা ছিল ৷ স্থানীয় বিষনগড় থানার পুলিশের প্রাথমিক অনুমান, সিগারেট থেকেই থেকে ঘরে আগুন লাগে ৷ যেহেতু হাঁটুতে সমস্যা ছিল তাই উঠতে পারেরনি তাই দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে চিকিৎসকের ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চিকিৎসকের নাম মুরারিলাল মীনা (45) ৷ তিনি 2021 সাল থেকে জালোরের উমেদাবাদের সরকারি আয়ুর্বেদ হাসপাতালে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন ৷ তাঁর মৃ্ত্যুর খবরে পরিবারের সদস্যদের ডাকা হয়।