পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোষ কার ? সন্ধানে থানা-পুলিশ, ডিএনএ পরীক্ষার দাবি - DISPUTE OVER TEMPLE BUFFALO

মোষের পরিচয় নিয়ে দুই গ্রামের মধ্যে একেবারে খণ্ডযুদ্ধ বাধার উপক্রম ৷ দাবি পাল্টা দাবির মধ্যে হয়রান পুলিশ ৷ সমাধান হবে ?

Missing Buffalo
মোষের পরিচয় নিয়ে সন্দেহ দূর করতে ডিএনএ পরীক্ষার দাবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

দাবানাগিরি, 15 ডিসেম্বর: মোষ কার ? এই নিয়ে বিবাদ দুই গ্রামের মধ্যে ৷ মোষের উপর অধিকার কোন গ্রামের, তা নিষ্পত্তি করতে জল গড়িয়েছে থানা পর্যন্ত ৷ এমনকী ডিএনএ পরীক্ষার আবেদনও করেছে এক পক্ষ ৷

ঘটনাটি কর্ণাটকের কুনিবেলাকিরির হরিহর তালুক এবং দেবানাগিরির হোন্নালি তালুকের কুলাগাট্টি গ্রামের ৷ কুনিবেলাকিরির হরিহর তালুকে একটি মন্দিরে একটি মোষকে উৎসর্গ করা হয়েছিল ৷ আট বছর আগে গ্রামের কারিআম্মা দেবীর জন্য এই মোষটি দেওয়া হয়েছিল ৷

এরপর মূল ঘটনার সূত্রপাত এক সপ্তাহ আগে। একটি মোষকে পার্শ্ববর্তী গ্রাম বেলাকিরিতে দেখতে পাওয়া যায় ৷ একই সময় হোন্নালি তালুকের কুলাগাট্টি গ্রাম থেকে একটি মোষ বেপাত্তা হয়ে যায় ৷ অভিযোগ, কুলাগাট্টি গ্রামের বাসিন্দারা বেলাকিরি গ্রামে ঘুরতে থাকা মোষটিকে একটি গাড়িতে চাপিয়ে নিজেদের গ্রামে নিয়ে আসেন ৷ তাঁরা দাবি করেন, এটিই তাঁদের গ্রাম থেকে হারিয়ে যাওয়া মোষ ৷ এদিকে এমন খবর পেয়ে কুনিবেলাকিরি গ্রামের লোকজনেরা দাবি করে বসেন, ওই মোষটি তাঁদের গ্রামের ৷ এই অবস্থায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে মোষ নিয়ে বচসা বাধে ৷ ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে ৷ মোষের মীমাংসায় দুই তরফই থানায় দৌড়ায় ৷

কুনিবেলাকিরি গ্রামের বাসিন্দারা মালেবেন্নুর থানায় মোষ নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ দাবি করে মোষটি তাদের ৷ কুলাগাট্টি গ্রামের বাসিন্দারা যেন তাদের মোষ ফেরত দেয় ৷ এর পালটা কুলাগাট্টি গ্রামের লোকজনেরাও পাল্টা অভিযোগ দায়ের করে হোন্নালি থানায় ৷ তাঁরাও দাবি তোলেন যে, ওই মোষটি তাঁদের ৷ তাঁরা ন্যায়বিচার চান ৷

মালেবেন্নুর থানা দুই পক্ষকেই জেরা করে ৷ দু'পক্ষই জোর দিয়ে জানায় যে মোষটি তাদের ৷ এমন অবস্থায় পুলিশ ধন্দে পড়ে যায় ৷ মোষের বয়স নিয়েও বিতর্ক তৈরি হয় ৷ কুনিবেলাকিরি গ্রাম দাবি করে মোষের বয়স 8 বছর ৷ অন্যদিকে কুলাগাট্টি গ্রামের বাসিন্দারা জানায়, মোষের বয়স মাত্র তিন ৷ মোষের বয়সের বিষয়টি নিশ্চিত করতে পুলিশ প্রশাসন পশু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ৷ মোষের দাঁত বিচার করে চিকিৎসক জানান, মোষটির বয়স 6 বছরের বেশি ৷ এই তথ্য কুনিবেলাকিরি গ্রামের দাবির সঙ্গে মিলে যাচ্ছে ৷ এই প্রমাণ সত্ত্বেও কুলাগাট্টি গ্রামের বাসিন্দারা জোর দিয়ে জানায় যে, মোষ তাদেরই ৷

এই পরিস্থিতিতে কুনিবেলাকিরি গ্রামের লোকজন হতাশ হয়ে মালেবেন্নুর থানায় কুল্লাগাট্টির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করে ৷ এদিকে মোষ কার, এর সমাধান অধরাই থাকে ৷ কুনিবেলাকিরি গ্রামের লোকজন প্রশাসনের কাছে মোষের ডিএনএ পরীক্ষার আবেদন জানিয়েছেন ৷ তাঁরা জানান, এই মোষটির অনেক সন্তান তাঁদের গ্রামে রয়েছে ৷ তাই ডিএনএ পরীক্ষায় মোষের পরিচয় প্রমাণ হয়ে যাবে ৷

কুনিবেলাকিরি গ্রামের এক বাসিন্দা বিনায়ক বলেন, "কুনিবেলাকিরি ও কুলাগাট্টি গ্রামের মধ্যে মন্দিরের মোষ নিয়ে ঝামেলা বাধে ৷ মোষটি হারিয়ে যাওয়ার পর আমরা মালেবেন্নুর থানায় অভিযোগ দায়ের করেছি ৷ ওই মোষটিকেই কুলাগাট্টি গ্রামে পাওয়া গিয়েছে ৷ এখন কুলাগাট্টি গ্রামের বাসিন্দারা দাবি করছেন, মোষটি তাদের ৷ বিষয়টি দেবানাগিরির এসপি'র কার্যালয়ে পৌঁছেছে ৷ আমরা ডিএনএ পরীক্ষা করার জন্য জোর দিচ্ছি ৷"

এই গ্রামের আরেক বাসিন্দা টিপ্পেশ বলেন, "আমরা মোষটিকে নিয়ে মালেবেন্নুর থানায় অভিযোগ দায়ের করেছি ৷ ওটা কারিয়াআম্মা দেবীকে উৎসর্গ করা হয়েছে ৷ গ্রামে উৎসবের দু'বছর বাকি রয়েছে ৷ তার আগে মোষটিকে আমাদের ফেরত দিতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details