নয়াদিল্লি, 29 ফেব্রুয়ারি: এয়ার ইন্ডিয়ার বড় ধাক্কা ৷ হুইলচেয়ার না মেলায় মুম্বই বিমানবন্দরে এক 80 বছর বয়সি যাত্রীর মৃত্যু হয় ৷ এই ঘটনায় কারণ জানানোর জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) শুক্রবার এয়ার ইন্ডিয়াকে নোটিশ দিয়েছে ৷ এক সপ্তাহের মধ্যে এই ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সঙ্গে 30 লাখ টাকা জরিমানাও করা হয়েছে ৷
টাটা গ্রুপ অধিকৃত এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশটি প্রকাশ্যে আসে সোমবার ৷ 80 বছর বয়সি একটি লোক তাঁর স্ত্রীর সঙ্গে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে এসেছিলেন । মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, মার্কিন পাসপোর্ট-সহ ভারতীয় বংশোদ্ভূত বয়স্ক ব্যক্তি এয়ার ইন্ডিয়ার টিকিট পাওয়ার সময় নিজের এবং তাঁর স্ত্রীর জন্য হুইলচেয়ার সুবিধাটি প্রি-বুক করেছিলেন । কিন্তু সেই মুহূর্তে হুইলচেয়ার কম থাকায় এয়ারলাইন থেকে শুধুমাত্র একটি হুইল চেয়ার দেওয়া হয় ৷