পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে দিল্লেতে বিক্ষোভ, সৌরভ-অতিশী সহ আটক আপ নেতারা - Delhi Police Detains AAP Leaders - DELHI POLICE DETAINS AAP LEADERS

Delhi Police Detains AAP Leaders: দিল্লি সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ ও অতিশীকে শুক্রবার এখানে আটক করা হয়েছে ৷ আপ নেতারা আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্বারা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের বিষয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন । সেই সময়ই তাঁদের আটক করা হয় ৷

Delhi Police Detains AAP Leaders
Delhi Police Detains AAP Leaders

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 1:18 PM IST

Updated : Mar 22, 2024, 1:49 PM IST

নয়াদিল্লি, 22 মার্চ: আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৷ শুক্রবার দিল্লিতে এর বিরুদ্ধে প্রতিবাদে পথে নামে আম আদমি পার্টি ৷ সেই কারণে আপ নেতা তথা দিল্লি সরকারের দুই মন্ত্রী সৌরভ ভরদ্বাজ ও অতিশীকে আটক করা হয় ৷ এছাড়া আরও কয়েকজন আপ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ ৷

এ দিন ওই ঘটনা ঘটে দিল্লিতে বিজেপির সদর দফতরের সামনে ৷ সেখানেই কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন আপ নেতা ও কর্মীরা ৷ কিন্তু ওই এলাকায় পুলিশ আগে থেকেই 144 ধারা জারি করে রেখেছিল ৷ সেই কারণে আপ নেতা ও কর্মীদের সরে যেতে বলে পুলিশ ৷ তাঁরা না সরায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় ৷ তখনই আটক করা হয় সৌরভ ভরদ্বাজ ও অতিশী-সহ আম আদমি পার্টির নেতা, কর্মী ও সমর্থকদের ৷

এ দিকে এই বিক্ষোভের জেরে সকাল থেকেই ব্যাপক যানজট হয় দিল্লির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ সংলগ্ন এলাকায় ৷ পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে রেখেছে ৷ তারা আপ সদর দফতর থেকে বিজেপি অফিসের দিকে যাওয়ার রাস্তায় একটি ব্যারিকেডও তুলেছে ৷ যারা ওই এলাকায় প্রবেশ করছে, তাদের আইডি কার্ডও পরীক্ষা করা হচ্ছে ৷

এ দিকে আপের তরফে এই নিয়ে সারা দেশে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে ৷ অন্যদিকে এ দিন সকালে বিজেপির সদর দফতর আইটিও চকে আপের বিক্ষোভের জেরে দিল্লির রাজঘাট ও বিকাশ মার্গের কাছেও বিশাল যানজট দেখা যায় ৷ কারণ, বিজেপি সদর দফতর ও ইডি অফিসের দিকে যাওয়ার রাস্তাগুলি বন্ধ করে রাখা হয় ৷ ইডি অফিসের দিকে যাওয়ার রাস্তাগুলিও বন্ধ থাকায় ট্র্যাফিক পুলিশ কৃষ্ণ মেনন মার্গ, মতিলাল নেহরু মার্গ, জনপথ এবং ড. এপিজে আবদুল কালাম রোড এড়াতে পরামর্শ দিয়েছে দিল্লিতে যাতায়াতকারীদের ।

আরও পড়ুন:

  1. সুপ্রিম কোর্টে শুনানির আগেই গ্রেফতারির বিরুদ্ধে আবেদন প্রত্যাহার কেজরিওয়ালের
  2. গণতন্ত্রের উপর নির্মম আঘাত, কেজরি'র গ্রেফতারিতে সরব মমতা
  3. আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার কেজরিওয়াল, কী সেই দুর্নীতি ?
Last Updated : Mar 22, 2024, 1:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details